Reliance AGM Jio Brain: এবার এআই-এর জগতে অম্বানির থাবা! আসছে জিও ব্রেইন

Reliance AGM Jio Brain: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এক বড় ঘোষণা করলেন চেয়ারম্যান মুকেশ অম্বানি। বৃহস্পতিবার (২৯ অগস্ট), ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা। সেই সভাতেই তিনি জানান, খুব শিগগিরই আসছে জিও ব্রেইন। কী এই জিও ব্রেইন, জেনে নিন।

Reliance AGM Jio Brain: এবার এআই-এর জগতে অম্বানির থাবা! আসছে জিও ব্রেইন
জিও ব্রেইনের ঘোষণা করলেন মুকেশ অম্বানিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 5:54 PM

মুম্বই: বৃহস্পতিবার (২৯ অগস্ট), ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা। আর সেই সভায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এক বড় ঘোষণা করলেন চেয়ারম্যান মুকেশ অম্বানি। তিনি জানিয়েছেন, এআই টুল এবং এআই প্ল্যাটফর্মের একটি সম্পূর্ণ স্যুট তৈরি করছে জিও। পুরো এআই লাইফসাইকেল ধরা থাকবে এই স্যুটে। নাম জিও ব্রেইন (Jio Brain)। এর জন্য গুজরাটের জামনগরে একটি গিগাওয়াট-স্কেলের এআই-রেডি ডেটা সেন্টার স্থাপন করবে জিও। সেখানে রয়েছে রিলায়েন্সের গ্রিন এনার্জি প্ল্যান্ট। সেই গ্রিন এনার্জিতেই চলবে এই এআই-রেডি ডেটা সেন্টার।

মুকেশ অম্বানি বলেন, “আমরা সারা দেশে আমাদের অধীনে থাকা জায়গাগুলিতে একাধিক এআই ইন্টারফেরেন্স ফেসিলিটি তৈরির পরিকল্পনা করেছি। এই বিষয়ে চাহিদা ক্রমে বাড়ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ফেসিলিটিগুলিকে বড় করা হবে।” তিনি আরও জানিয়েছেন, রিলায়েন্সের লক্ষ্য হল বিশ্বের সর্বনিম্ন খরচের এআই ইনফারেন্সিং তৈরি করা। তিনি বলেন, “আমরা এআইকে সকলের কাছে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই অ্যাপ্লিকেশনগুলিকে আরও সাশ্রয়ী করতে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বে যাব।”

কী এই জিও ব্রেইন? রিলায়েন্স চেয়ারম্যান জানিয়েছেন, জিও ব্রেইনের সাহায্যে জিও-র সমস্ত ক্ষেত্রে এআই-কে কাজে লাগাতে পারবে রিলায়েন্স। যার ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আরও সঠিক পূর্বাভাস এবং গ্রাহকদের চাহিদা আরও ভাল ভাবে বুঝতে সক্ষম হবে তাঁর সংস্থা। তিনি বলেন, “রিলায়েন্স পরিচালিত অন্যান্য সংস্থাগুলির মধ্যেও একই রকম রূপান্তর ঘটাতে এবং তাদের এআই যাত্রাকে ত্বরাণ্বিত করতে আমরা জিও ব্রেইন ব্যবহার করা শুরু করছি। আমি আশা করি, রিলায়েন্সের অন্দরে জিও ব্রেইনকে নিখুঁত করে তুলে, আমরা একটি শক্তিশালী এআই পরিষেবা প্ল্যাটফর্ম তৈরি করতে পারব। যা পরে আমরা অন্যান্য সংস্থাকেও ব্যবহার করতে দিতে পারি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)