Laptop: মাত্র ১৫ হাজারে ল্যাপটপ আনতে চলেছেন মুকেশ অম্বানী, জোর টক্কর দেবে বাকি সংস্থাকে

Mukesh Ambani: মোবাইলের পর এবার ল্যাপটপ-ট্যাবলেটের বাজারে পা রাখতে চলেছে রিলায়েন্স সংস্থা। ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির এই শিল্পক্ষেত্রে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে রিলায়েন্স। মাত্র ১৫ হাজার টাকায় ল্যাপটপ আনতে চলেছে রিলায়েন্স। পাশাপাশি ট্য়াবলেট আনারও পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের।

Laptop: মাত্র ১৫ হাজারে ল্যাপটপ আনতে চলেছেন মুকেশ অম্বানী, জোর টক্কর দেবে বাকি সংস্থাকে
১৫ হাজারে ল্যাপটপ আনছেন মুকেশ অম্বানী।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 12:39 PM

নয়া দিল্লি: সাম্রাজ্য বাড়াচ্ছে রিলায়েন্স। শুধু তেল বা বিদ্যুৎ উৎপাদন ও বন্টনই নয়. বর্তমানে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে সাজসজ্জা- যে পণ্যের কথাই ভাবুন না কেন, তার মালিকানা রিলায়েন্সের হাতে রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বর্তমান মার্কেট ভ্যালু বা মূল্য হল ১৬.১৮ ট্রিলিয়ন। একাধিক সেক্টর বা ক্ষেত্রেই রিলায়েন্স তার সাম্রাজ্য বিস্তার করেছে। এবার আরও এক সেক্টরে পা রাখতে চলেছে রিলায়েন্স। মাল্টি বিলিয়ন ডলারের এই সাম্রাজ্যে প্রবেশ করা মাত্রই জোয়ার আনতে পারে রিলায়েন্স। কারণ একে এটি অত্যন্ত জনপ্রিয় ও অত্যন্ত প্রয়োজনীয় পণ্য, পাশাপাশি তুলনামূলকভাবে অনেক কম দামে সেই পণ্য আনছে মুকেশ অম্বানীর সংস্থা। কী সেই পণ্য জানেন?

জানা গিয়েছে, মোবাইলের পর এবার ল্যাপটপ-ট্যাবলেটের বাজারে পা রাখতে চলেছে রিলায়েন্স সংস্থা। ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির এই শিল্পক্ষেত্রে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে রিলায়েন্স। মাত্র ১৫ হাজার টাকায় ল্যাপটপ আনতে চলেছে রিলায়েন্স। পাশাপাশি ট্য়াবলেট আনারও পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের।

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ রিলায়েন্স জিয়ো ভারতে কমদামে ল্যাপটপ আনার পরিকল্পনা করছে। এইচপি, এসার, লেনোভো সহ একাধিক ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলছে রিলায়েন্স। ক্লাউডের সুবিধাও থাকবে এই ল্য়াপটপে। অর্থাৎ ল্য়াপটপের প্রসেসিং ও স্টোরেজ হবে জিয়ো ক্লাউডের মধ্যে।

প্রসঙ্গত, জিয়ো ক্লাউড সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। এক ল্যাপটপে একাধিক সাবস্ক্রিপশন নেওয়া সম্ভব। সূত্রের খবর, এইচপি-র ক্রোমবুকে ইতিমধ্যেই জিয়ো ক্লাউডের ট্রায়াল রান করা হচ্ছে।