কাজে আসতে পারে ‘করোনার ওষুধ’ মলনুপিরাভির! ছাড়পত্রের আবেদন নির্মাতা সংস্থার
করোনা আক্রান্তদের ওপর প্রথম ৫ দিন এই ওষুধ প্রয়োগ করে দারুণ সাড়া মিলেছে বলে দাবি ন্যাটকোর
নয়া দিল্লি: দেশ করোনা (COVID) থাবায় বিধ্বস্ত। ওষুধ বলতে স্রেফ রেমডেসিভির। তাও বিশেষজ্ঞরা বারবার বলেছেন এটি করোনার ওষুধ নয়, যেহেতু হাতে কোনও অ্যান্টি ভাইরাল ড্রাগ নেই, তাই এটি ব্যবহৃত হচ্ছে। সেই রেমডেসিভিরেরও পর্যাপ্ত জোগান নেই। দেদার চলছে কালোবাজারি। এর মধ্যেই দেশে মলনুপিরাভির ট্যাবলেটের ছাড়পত্র চেয়ে আবেদন করল ন্যাটকো ফার্মা। মলনুপিরাভির তৈরি হয়েছিল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায়। কিন্তু মার্কিন সংস্থা মার্ক এটিকে করোনা চিকিৎসায় ব্যবহার করার জন্য গবেষণা করেছে। আর সেখানেই সুফল মিলেছে। ন্যাটকো ফার্মার ভাইস চেয়ারম্যান রাজীব নানাপানিনি মলনুপিরাভিরের সম্পর্কে সংবাদ মাধ্যমে একাধিক তথ্য জানিয়েছেন। দেখে নিন একনজরে…
*দেশে মলনুপিরাভিরের তৃতীয় পর্বের ট্রায়াল ও আপদকালীন অনুমোদন চেয়ে আবেদন করেছে ন্যাটকো।
*যাঁরা করোনা আক্রান্ত কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন নয় তাঁদের ওপর ট্রায়ালে দারুণ সাড়া মিলেছে মলনুপিরাভিরের। তাই হাসাপাতালে চিকিৎসাধীনদের ওপর আপাতত ট্রায়াল বন্ধ রয়েছে এই ওষুধের।
*করোনা আক্রান্তদের ওপর প্রথম ৫ দিন এই ওষুধ প্রয়োগ করে দারুণ সাড়া মিলেছে বলে দাবি ন্যাটকোর।
*এখনও বিদেশের কোথাও এই ওষুধ অনুমোদন পায়নি।
*একাধিক দেশে এই ওষুধের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হচ্ছে। ভারতেও সেই ট্রায়ালেরই ছাড়পত্র চেয়ে ডিসিজিআইর কাছে আবেদন করেছিল ন্যাটকো। কিন্তু দেশের এহেন ভয়ানক পরিস্থিতিতে ২২ এপ্রিল এই ওষুধের আপদকালীন ছাড়পত্র চেয়েছে তারা।
আরও পড়ুন: করোনা রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক, পরামর্শ কেন্দ্রের