করোনা রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক, পরামর্শ কেন্দ্রের

নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানান, করোনা রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক।

করোনা রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক, পরামর্শ কেন্দ্রের
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 5:54 PM

নয়া দিল্লি: করোনার (COVID) দ্বিতীয় ঢেউ ‘সুনামির’ আকার নিয়েছে। সেকেন্ডে সেকেন্ডে করোনা আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। দেশজুড়ে অক্সিজেনের হাহাকার। একাধিক রাজ্যে চিতা জ্বলছে সারারাত। নেই ফাঁকা বেডও। এই ভয়ানক অতিমারি থেকে বাঁচার উপায় কী? চিকিৎসকরা বারবার বলছেন, করোনা রুখতে মেনে চলতে হবে করোনাবিধি, পরতে হবে মাস্ক। এ বার আরও একধাপ এগিয়ে বাড়িতেও মাস্ক পরার পরামর্শ দিল নীতি আয়োগ।

নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানান, করোনা রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক। তিনি বলেন, “সময় এসে গিয়েছে এখন আমাদের বাড়িতেও মাস্ক পরতে হবে।” পাশাপাশি অহেতুক বাড়ির বাইরে না বেরনর আর্জি জানান ভিকে পাল। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। একদিনেই মৃত্যু হয়েছে ২৮১২ জনের। এটিই এখনও অবধি দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩-তে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮।

এই পরিস্থিতিতে করোনা রোখার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। রবিবারই স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল সুনীল কুমার আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির কথা বলেছিলেন। রেমডেসিভির নিয়ে যে হুড়োহুড়ি শুরু হয়েছে সে বিষয়ে আগেই এইমসের প্রধান রণদীপ গুলেরিয়ার জানিয়েছিলেন, এই ওষুধ কোনও ম্যাজিক পিল নয়। রবিরার ফের গুলেরিয়া বলেন, “যাঁরা করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং অক্সিজেন লেভেল ৯৪ শতাংশের বেশি,তাঁদের রেমডেসিভির প্রয়োজন নেই। বরং তাঁরা রেমডেসিভির নিলে উল্টো ক্ষতি হতে পারে।” এইমসের চিকিৎসক ডঃ নবীন উইগ জানান, করোনার শৃঙ্খল ভাঙতে হবে। প্রয়োজনে বিধিনিষেধ জারি করে করোনার এই মারণ সংক্রমণ রুখতে হবে।

আরও পড়ুন: ২ মে ভোট গণনা বন্ধ করার হুঁশিয়ারি হাইকোর্টের, আদৌ কি সম্ভব?