NPS Withdrawal: হঠাৎ টাকার প্রয়োজন পড়েছে? কীভাবে পেনশনের টাকা তুলবেন, জেনে নিন
Pension Withdrawn: চলতি বছরের শুরুতেই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটির তরফে ন্যাশনাল পেনশন স্কিমে মেয়াদ পূরণের আগেই টাকা তোলার নিয়মে কিছু পরিবর্তন আনে। কোনও ব্যক্তি ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে জমা রাখা অর্থের ২৫ শতাংশ অবধি টাকা মেয়াদ পূরণের আগে তুলে নেওয়া যায়।
নয়া দিল্লি: অবসর জীবন নিশ্চিত করে পেনশন (Pension)। কর্মজীবনে বেতন থেকে একটা অংশই জমা পড়ে পেনশন। অবসর নেওয়ার আগে এই পেনশন ফান্ডে হাত না দেওয়াই উচিত। তবে অনেক সময়ই জরুরি পরিস্থিতিতে প্রয়োজন পড়ে পেনশন ফান্ড ভাঙার। সেক্ষেত্রে কী কোনও জরিমানা দিতে হবে? কীভাবেই বা তোলা যায় পেনশনের টাকা?
চলতি বছরের শুরুতেই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটির তরফে ন্যাশনাল পেনশন স্কিমে মেয়াদ পূরণের আগেই টাকা তোলার নিয়মে কিছু পরিবর্তন আনে। কোনও ব্যক্তি ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে জমা রাখা অর্থের ২৫ শতাংশ অবধি টাকা মেয়াদ পূরণের আগে তুলে নেওয়া যায়।
কোন কোন ক্ষেত্রে মেয়াদ পূরণের আগেই টাকা তোলা যায়?
- সন্তান ও আইনত দত্তক নেওয়া সন্তানের উচ্চশিক্ষার জন্য পেনশনের টাকা তোলা যাবে।
- সন্তানের বিয়ের জন্য পেনশনের টাকা তোলা যাবে।
- নিজের বাড়ি বা ফ্ল্যাট তৈরি করার জন্য পেনশনের টাকা তোলা যাবে। তবে পৈত্রিক সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে পেনশনের টাকা তোলা যাবে না।
- কোনও অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে পেনশনের টাকা তোলা যায়।
- শারীরিক অক্ষমতার ক্ষেত্রে পেনশনের আংশিক টাকা তোলা যাবে।
- স্কিল ডেভেলপমেন্ট বা নতুন কিছু শেখার জন্য পেনশনের টাকা তোলা যায়।
- নিজের স্টার্ট-আপ বা ব্যবসার জন্য পেনশনের টাকা তুলতে পারবেন।
এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে শর্ত-
- অন্তত তিন বছর এনপিএসে টাকা জমা রাখতে হবে।
- সর্বাধিক তিনবার এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে।
- জমা অর্থের সর্বাধিক ২৫ শতাংশ টাকা তোলা যাবে।