Gold Hallmarking : সোনা কেনাবেচায় আজ থেকে বড় বদল, নয়া নিয়ম সম্পর্কে জানুন বিশদে

Gold Hallmarking : সোনার বাজারে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে আজ থেকে। এবার থেকে সমস্ত সোনার গয়নার উপরই থাকতে হবে হলমার্ক ট্যাগ।

Gold Hallmarking : সোনা কেনাবেচায় আজ থেকে বড় বদল, নয়া নিয়ম সম্পর্কে জানুন বিশদে
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 4:36 PM

আজ থেকেই কার্যকর হল সোনার বাজারে নতুন নিয়ম। জুন মাসের প্রথম দিন থেকেই সব ধরনের সোনার উপর হলমার্ক ট্যাগ থাকা বাধ্যতামূলক হয়ে গেল। আজ থেকে কেবলমাত্র হলমার্ক যুক্ত সোনার গয়নাই বিক্রি করতে পারবেন সোনা বিক্রেতারা। আপাতত সোনার বাজারে ছয় ধরনের সোনার উপর হলমার্ক ট্যাগ ছিল। এতদিন হলমার্ক ট্যাগ থাকত ১৪ ক্য়ারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৩ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার গয়নার উপর। সেক্ষেত্রে ১৯ ক্যারেট ও ২১ ক্যারেট সোনার উপর কোনও হলমার্ক ট্যাগ থাকত না। এবার থেকে সেই নিয়মে বদল আসছে।

আজ থেকে সোনা যত ক্যারেটেরই হোক না কেন তাতে বসবে হলমার্ক ট্যাগ। হলমার্ক ট্য়াগ ছাড়া সোনার গয়না বিক্রি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ বছর এপ্রিল মাসের শুরুতেই ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) এর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। আজ থেকে এই নির্দেশিকায় উল্লেখিত সেই নিয়ম কার্যকর হতে চলেছে। উল্লেখ্য, গত বছরও সরকারের তরফে জানানো হয়েছিল যে সব ধরনের সোনার উপর হলমার্ক ট্যাগ বাধ্য়তামূলক করা হবে। সেইসময় কিছু কিছু ক্যারেটের উপর হলমার্ক ট্যাগ বসানো হয়। কিন্তু জুন মাস থেকে সব ক্যারেটের সোনার উপরই হলমার্ক ট্যাগ বসিয়ে বিক্রি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে, এই পদক্ষেপে সোনার দাম বাড়বে না কমবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হলমার্ক ট্যাগের সুবিধা :

হলমার্ক ট্যাগ সোনার শুদ্ধতা নিশ্চিত করে। সেক্ষেত্রে সব ক্যারেটের সোনায় হলমার্ক ট্যাগ থাকলে ক্রেতারা সোনার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হয়ে গয়না কিনতে পারবেন।