Health Insurance: উচ্চ রক্তচাপ বা মধুমেহে ভুগছেন? এই স্বাস্থ্যবিমা করালে চিকিৎসা নিয়ে থাকবে না কোনও চিন্তা

Health Insurance: সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "মধুমেহ ও উচ্চ রক্তচাপের রোগীদের অসুস্থ হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বাকিদের তুলনায় অনেকটাই বেশি। সেই কারণেই এই দুটি রোগের চিকিৎসা বিমার কভারেজের অধীনে থাকা প্রয়োজন"।

Health Insurance: উচ্চ রক্তচাপ বা মধুমেহে ভুগছেন? এই স্বাস্থ্যবিমা করালে চিকিৎসা নিয়ে থাকবে না কোনও চিন্তা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 8:30 AM

নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে স্বাস্থ্যবিমা করা অত্যন্ত জরুরি। সামর্থ্য অনুযায়ী একাধিক স্বাস্থ্যবীমা রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই সেই সমস্ত স্বাস্থ্যবিমায় বহু হাসপাতালে যেমন পরিষেবা পাওয়া যায় না, তেমনই আবার অনেক রোগের চিকিৎসার কভারও হয় না স্বাস্থ্যবিমায়। সেই কারণেই বিমা করার আগে যাবতীয় শর্ত খুটিয়ে পড়া উচিত। এতদিন সম্পূর্ণ রোগের তালিকা ধরে বিমা থাকলেও, নির্দিষ্ট কোনও রোগের জন্য বিশেষ বিমা ছিল না। এবার সেই রীতিই পাল্টে ফেলল নিভা বুপা স্বাস্থ্য বিমা। নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্যও আনা হল বিশেষ স্বাস্থ্য বিমা।

বর্তমানে দেশে প্রায় ঘরে ঘরেই উচ্চ রক্তচাপ ও মধুমেহর রোগী রয়েছেন। প্রতি বছরই দেশের বড় অংশের মৃত্যু হয় এই দুটি রোগের জন্য। অন্যান্য রোগকেও আরও বাড়িয়ে দেয় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও মধুমেহ। সেই কারণেই এই দুই রোগের জন্য নতুন স্বাস্থ্যবিমা আনল নিভা বুপা স্বাস্থ্য বিমা সংস্থা। স্মার্ট হেলথ প্লাস ডিজিজ ম্যানেজমেন্ট নামক এই স্বাস্থ্যবিমায় উচ্চ রক্তচাপ ও মধুমেহর চিকিৎসার জন্য সম্পূর্ণ কভারেজ পাওয়া যাবে।

সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “মধুমেহ ও উচ্চ রক্তচাপের রোগীদের অসুস্থ হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বাকিদের তুলনায় অনেকটাই বেশি। সেই কারণেই এই দুটি রোগের চিকিৎসা বিমার কভারেজের অধীনে থাকা প্রয়োজন”। নিভা বুপা, যা আগে ম্যাক্স বুপা নামে পরিচিত ছিল, তাদের তরফে জানানো হয়, তারা গ্রাহকদের উপরে একটি সমীক্ষা চালিয়ে জানতে পেরেছেন যে, গ্রাহকরা অতিরিক্ত প্রিমিয়াম দিলেও বিমার অধীনে উচ্চ রক্তচাপ বা মধুমেহর চিকিৎসার জন্য কমপক্ষে দুই থেকে চার বছর অপেক্ষা করতে হয়।

পরিবর্তিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর ডায়েটের জন্য যেভাবে দেশে উচ্চ রক্তচাপ ও মধুমেহর রোগী বাড়ছে, তা মাথায় রেখেই এই নতুন বিমা আনা হয়েছে, যেখানে গ্রাহককে বিমা করানোর পর নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতে হবে না বিমার সুবিধা পাওয়ার জন্য। একইসঙ্গে অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হবে না। সাধারণ স্বাস্থ্যবিমার মতোই এটিতে বিমার প্রথম দিন থেকেই মধুমেহ ও উচ্চ রক্তচাপের চিকিৎসার কভারেজ পাওয়া যাবে।