Vistara: সেপ্টেম্বর থেকে আর চড়া যাবে না ভিস্তারার বিমানে, মিলবে না টিকিটও! কেন জানেন?

Air India-Vistara Merger: আগামী ৩ সেপ্টেম্বর থেকে যাত্রীরা আর ভিস্তারার বিমানের টিকিট কাটতে পারবেন না বা এই বিমানে চড়তে পারবেন না। ১২ নভেম্বরের পর থেকে ভিস্তারার বিমানগুলি এয়ার ইন্ডিয়া ব্রান্ডের অধীনে কাজ করবে।

Vistara: সেপ্টেম্বর থেকে আর চড়া যাবে না ভিস্তারার বিমানে, মিলবে না টিকিটও! কেন জানেন?
ভিস্তারার বিমান।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 30, 2024 | 5:08 PM

নয়া দিল্লি: বিমানযাত্রীদের জন্য বড় খবর। নতুন মাস থেকে আর মিলবে না ভিস্তারার বিমানের টিকিট। যাত্রীরা চাইলেও এই বিমানের টিকিট কাটতে পারবেন না। এর কারণ হল অবশেষে এক হয়ে যেতে চলেছে ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া।

জানা গিয়েছে, ভিস্তারা ও এয়ার ইন্ডিয়ার মার্জার চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১২ নভেম্বর তাতে সিলমোহর পড়বে। শুক্রবারই সিঙ্গাপুর এয়ারলাইন্স ঘোষণা করে যে ভারত সরকারের কাছ থেকে বিদেশি বিনিয়োগের আবেদন (FDI) পেয়েছে। দুই এয়ারলাইন্সের মার্জারেরই অংশ এটা। এরপরই আরও স্পষ্ট হল যে ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া এক হতে চলেছে।

জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে যাত্রীরা আর ভিস্তারার বিমানের টিকিট কাটতে পারবেন না বা এই বিমানে চড়তে পারবেন না। ১২ নভেম্বরের পর থেকে ভিস্তারার বিমানগুলি এয়ার ইন্ডিয়া ব্রান্ডের অধীনে কাজ করবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেই এবার যাবতীয় বুকিং হবে।

তবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত ভিস্তারার স্বাভাবিক বিমান পরিষেবা চালু থাকবে বলেই জানা গিয়েছে। দুই এয়ারলাইন্সই জানিয়েছে, এই ট্রানজিশন বা পরিবর্তনের পর্বে গ্রাহকদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। ভিস্তারার ওয়েবসাইটে যাবতীয় তথ্য জানা যাবে।

প্রসঙ্গত  ২০২২ সালের নভেম্বর মাসে প্রথম এই মার্জারের ঘোষণা করা হয়। দুই বড় উড়ান সংস্থা এক হয়ে দেশ তথা বিশ্বের অন্যতম বড় এয়ারলাইন্স গ্রুপ তৈরির ঘোষণা করা হয়। জানা গিয়েছে, নতুন চুক্তিতে টাটা গ্রুপের অধীনে থাকা এয়ারলাইন্সের ২৫.১ শতাংশ অংশীদারিত্ব থাকবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)