Mukesh Ambani: নীতা নন, নিজের ছায়াসঙ্গীকে ১৫০০০০০০০০০ টাকার উপহার দিয়েছেন মুকেশ অম্বানী! কে তিনি?
Reliance: বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফল রিলায়েন্স সাম্রাজ্য। তবে এই বিপুল বাণিজ্য ও সম্পত্তি গড়ার পিছনেও কিন্তু একা মুকেশ অম্বানীই খেটেছেন, তা নয়। প্রতিদিন কর্মযজ্ঞে সামিল হয়েছেন লক্ষ লক্ষ কর্মী। তবে জানেন কি অম্বানীর জীবনে এমন একজন রয়েছেন, যাকে চোখ বুজে ভরসা করেন? না, স্ত্রী নীতা নন। মুকেশ অম্বানীর ছায়াসঙ্গী অন্য কেউ।
নয়া দিল্লি: দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। বিশ্বেরও সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশেই থাকে অম্বানীর নাম। তবে এই উত্থান কিন্তু একদিনে হয়নি। বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফল রিলায়েন্স সাম্রাজ্য। তবে এই বিপুল বাণিজ্য ও সম্পত্তি গড়ার পিছনেও কিন্তু একা মুকেশ অম্বানীই খেটেছেন, তা নয়। প্রতিদিন কর্মযজ্ঞে সামিল হয়েছেন লক্ষ লক্ষ কর্মী। তবে জানেন কি অম্বানীর জীবনে এমন একজন রয়েছেন, যাকে চোখ বুজে ভরসা করেন? না, স্ত্রী নীতা নন। মুকেশ অম্বানীর ছায়াসঙ্গী অন্য কেউ। জেনে নেওয়া যাক তাঁর ব্যাপারেই-
বিশ্বজুড়ে মুকেশ অম্বানীর এই যে খ্যাতি, তা অনেকটাই সম্ভব হয়েছে তাঁর ছায়াসঙ্গী, মনোজ মোদীর জন্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন মুকেশ অম্বানী। তবে রিলায়েন্সের একাধিক আকর্ষণীয় উদ্যোগ ও প্রকল্পের কারিগর কিন্তু মনোজ মোদীই।
জানা গিয়েছে, কলেজ জীবন থেকেই মুকেশ অম্বানীর সঙ্গে রয়েছেন মনোজ মোদী। মুম্বই ইউনিভার্সিটির কেমিক্যাল টেকনোলজি বিভাগে আলাপ। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ১৯৮০-র দশকে ধীরুভাই অম্বানীর হাত ধরে রিলায়েন্সে যাত্রা শুরু করেন মনোজ মোদী। সেই থেকে এখনও পর্যন্ত রিলায়েন্সের সঙ্গেই যুক্ত তিনি। শুধু মুকেশ বা নীতা অম্বানীই নয়, পরবর্তী প্রজন্ম আকাশ, ইশা ও অনন্ত অম্বানীর সঙ্গেও কাজ করেছেন মনোজ মোদী। বরং বলা ভাল, তাদের হাতে ধরে শিক্ষা দিয়েছেন বাণিজ্যের খুঁটিনাটির।
২০২০ সালে রিলায়েন্স জিয়োর সঙ্গে ফেসবুকের ৪৩হাজার কোটির ঐতিহাসিক চুক্তির নেপথ্য কারিগরও ছিলেন মনোজ মোদী। তাঁর উপরে এতটাই খুশি মুকেশ অম্বানী যে তিনি ১৫০০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন। বর্তমানে রিলায়েন্স রিটেল ও রিলায়েন্স জিয়োর ডিরেক্টর পদে রয়েছেন।