Banking: এবার অ্যাকাউন্টে যোগ করা যাবে ৪ জন নমিনি, ব্যাঙ্কের নিয়মে আসছে বড় বদল

Banking Law Amendment: ব্যাঙ্ক, কোঅপারেটিভ সংস্থা, যেগুলি ব্যাঙ্কিং পরিষেবা দেয়, তাতে আরও ভাল ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বেসরকারি ব্যাঙ্কে আরও ভাল পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Banking: এবার অ্যাকাউন্টে যোগ করা যাবে ৪ জন নমিনি, ব্যাঙ্কের নিয়মে আসছে বড় বদল
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 04, 2024 | 12:11 PM

নয়া দিল্লি: ব্যাঙ্কের নিয়মে আসতে চলেছে বড় বদল। এবার আপনার অ্যাকাউন্টে একজন নয়, চারজন নমিনি যোগ করতে পারবেন। মঙ্গলবারই লোকসভায় পাশ হয় ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল। এই বিলে ব্যাঙ্কিং সংক্রান্ত ৫টি আইনে মোট ১৯টি সংশোধনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, গ্রাহকদের আরও সহজ ব্যাঙ্কিং পরিষেবা দিতেই এই সংশোধনী বিল আনা হয়েছে।

ব্যাঙ্ক, কোঅপারেটিভ সংস্থা, যেগুলি ব্যাঙ্কিং পরিষেবা দেয়, তাতে আরও ভাল ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বেসরকারি ব্যাঙ্কে আরও ভাল পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “এই প্রস্তাবিত সংশোধনী ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরকে আরও মজবুত করবে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও নমিনেশনেও সুবিধা হবে।”

অর্থমন্ত্রী জানান, একজনের বদলে একাধিক নমিনি থাকার অন্যতম সুবিধা হবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর তা ‘আনক্লেইমড ক্যাটেগরি’তে চলে যাবে না। নমিনিরা অ্যাকাউন্টের অর্থে অংশীদারিত্ব পাবে। করোনাকালে গ্রাহকদের মৃত্যুর পর আনক্লেইমড অ্যাকাউন্টের সংখ্যাবৃদ্ধির পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে নমিনিরা সহজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে লকারের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক নমিনিই থাকতে পারবে।

পাশাপাশি এই বিল শিক্ষা ও সেভিং অ্যাকাউন্টের অধীনে অনক্লেইমড বা দাবি না করা শেয়ার, বন্ড, লভ্যাংশ, সুদ ট্রান্সফারের পদ্ধতিকেও সহজতর করবে।

বিলের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারগুলির মধ্যে রয়েছে ব্যাঙ্কের কর্তাদের জন্য ‘পর্যাপ্ত সুদের’ পুনর্নির্ধারণ। বিলে এই সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করার বিধান দেওয়া হয়েছে, যা প্রায় ছয় দশক ধরে অপরিবর্তিত রয়েছে। বিল পাশ হওয়ার পর ১৫ দিনের মধ্যে ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কোনও অ্যাকাউন্টে ৭ বছর লেনদেন না হলে, সেই অ্যাকাউন্ট শিক্ষা ও সুরক্ষা ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হত। এই বিল পাশ হলে, গ্রাহকরা সেই অর্থ ফেরতের দাবি জানাতে পারবে।