‘হ্যাক হয়নি তথ্য’, এক বছরের মাথায় ফের ত্রুটি আয়কর বিভাগের নতুন পোর্টালে

Income Tax portal: চালু হওয়ার এক বছরের মাথায় ফের ত্রুটি ধরা পড়ল আয়কর বিভাগের ট্যাক্স রিটার্ন ফাইলিং পোর্টালে। তবে কারোর তথ্য চুরি যায়নি বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

'হ্যাক হয়নি তথ্য', এক বছরের মাথায় ফের ত্রুটি আয়কর বিভাগের নতুন পোর্টালে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 10:31 PM

নয়া দিল্লি: ২০২১ সালের ৭ জুন চালু করা হয়েছিল ভারতীয় আয়কর বিভাগের নতুন চেহারার ট্যাক্স রিটার্ন ফাইলিং পোর্টাল। করদাতাদের রিটার্ন দাখিল করা এবং রিফান্ড দাবি করার পদ্ধতি সহজতর করার লক্ষ্য়েই এই ওয়েবসাইটটি চালু করা হয়েছিল। শুরুতেই বেশ কয়েক সপ্তাহ ধরে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছিল ইনফোসিস সংস্থার তৈরি এই পোর্টাল। যার জন্য ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাকে কড়া ভাষায় ভর্ৎসনাও করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার (৭ জুন, ২০২২), ওয়েবসাইটটি চালুর এক বছরের মাথায় ফের কিছু ত্রুটি ধরা পড়ল। এমনকি, ব্যবহারীদের মধ্যে তৈরি হল সাইটটি হ্যাক হওয়ার আতঙ্কও।

অনেক ব্যবহারকারীই অভিযোগ করেছেন যে পোর্টালে লগ ইন করা যাচ্ছে না। আবার কেউ কেউ অভিযোগ করেছেন সাইটটির ‘সার্চ’ বা অনুসন্ধান প্রক্রিয়া কাজ করছে না। এদিন, আয়কর বিভাগের পক্ষ থেকে এই ত্রুটির অভিযোগ মেনে নেওয়া হয়েছে। তবে, সাইটটি হ্যাক হয়নি, বা কোনও করদাতার তথ্য খোয়া যায়নি বলেই দাবি করেছে তারা। আইটি বিভাগ টুইট করে বলেছে, ‘ই-ফাইলিং ওয়েবসাইটের অনুসন্ধান কার্যকারিতা সংক্রান্ত সমস্যা আমাদের নজরে এসেছে। “ই-ফাইলিং ওয়েবসাইটের অনুসন্ধান কার্যকারিতা সংক্রান্ত সমস্যা আমাদের নজরে এসেছে। আয়কর বিভাগ বিষয়টি বন্ধ রেখেছে। ইনফোসিসকে এটি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইনফোসিস নিশ্চিত করেছে যে তারা অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাটি সমাধান করছে’।

পোর্টালে ত্রুটির থাকলেও, সেই কারণে কারোর কোনও তথ্য চুরি হয়নি বলে, অভিযোগ করদাতাদের নিশ্চিন্ত করেছে আয়কর বিভাগ। সংবাদ সংস্থা এএনআই-কে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের চেয়ারপার্সন সঙ্গীতা সিং বলেছেন, ‘আমাদের ই-ফাইলিং ওয়েবসাইটের অনুসন্ধান কার্যকারিতাতে কিছু একটা হয়েছে বলে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইনফোসিসকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা আমাদের জানিয়েছে যে কোনও তথ্য চুরি হয়নি। ইনফোসিস অগ্রাধিকার ভিত্তিতে এর সমাধান করছে’। পোর্টালের কোনও তথ্য চুরি হয়নি বলে অর্থ মন্ত্রকের কর্মকর্তারাও আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবারই এক বছরে পা রেখেছে আয়কর বিভাগের নতুন ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in। গত বছরে, পোর্টালটি চালুর পরই এর কার্যকারিতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। যার জেরে করদাতাদের ট্যাক্স রিটার্ন এবং সংশ্লিষ্ট ফর্মগুলি দাখিলের সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছিল সরকার। ইনফোসিসের সিইও সলিল পারেখকে ডেকে পাঠিয়ে দ্রুত সেই সব ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রায় মাস তিনেক পর পুরোদমে কাজ করা শুরু করেছিল ওয়েবসাইটটি। প্রসঙ্গত, ২০১৯ সালে এই পোর্টালটি তৈরি বরাত দেওয়া হয়েছিল ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাটিকে। গত বছর লোকসভায় সরকার জানিয়েছিল, এর জন্য ইনফোসিসকে ১৬৪.৫ কোটি টাকা দেওয়া হয়েছিল।