Paytm Payments Bank: আরবিআই-এর সময়সীমা শেষ হওয়ার আগেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যানের ইস্তফা

Paytm Chairman: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার আগেই সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা কেবল চেয়ারম্যান পদে নয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের (PPBL) বোর্ড থেকেও পদত্যাগ করেছেন। তবে শীঘ্রই নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলেও PPBL জানিয়েছে।

Paytm Payments Bank: আরবিআই-এর সময়সীমা শেষ হওয়ার আগেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যানের ইস্তফা
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন বিজয় শেখর শর্মা।
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 9:32 PM

নয়া দিল্লি: আরও বিপাকে Paytm Payments Bank। এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখর শর্মা। তিনিই পেটিএম-এর প্রতিষ্ঠাতা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের সময়সীমা বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পেটিএম-এর চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন বিজয় শেখর।

সোমবার Paytm-এর পেরেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড (OCL)-এর তরফে বিবৃতি দিয়ে সংস্থার চেয়ারম্যান পদে বিজয় শেখর শর্মার ইস্তফা দেওয়ার কথা জানানো হয়েছে। বিজয় শেখর ইস্তফা দেওয়ার সঙ্গে-সঙ্গে নতুন বোর্ড গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

OCL বিবৃতিতে আরও জানিয়েছে, বিজয় শেখর শর্মা কেবল চেয়ারম্যান পদে নয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের (PPBL) বোর্ড থেকেও পদত্যাগ করেছেন। তবে শীঘ্রই নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলেও PPBL জানিয়েছে।

প্রসঙ্গত, আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের অভিযোগ রয়েছে। শুরুতেই এই বিষয়ে পেটিএমকে সতর্ক করেছিল কেন্দ্র। নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। ২৯ ফেব্রুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের শেষ দিন বলে প্রথমে ঘোষণা করে আরবিআই। পরে সংস্থা ও গ্রাহকদের সাময়িক স্বস্তি দিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বাড়িয়ে ১৫ মার্চ করেছে। এরপর Paytm এর যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করা এবং দ্রুত বিকল্প ব্যবস্থা পেটিএমকেই করতে হবে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।