Net Banking: ব্যাঙ্কে না গিয়েই নেট ব্যাঙ্কিং সুবিধা চালু করা যায়, করতে হবে এই কাজটি

SBI Net banking: মোবাইল, পিসি বা এই ধরণের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এসবিআই নেট ব্যাঙ্কিং সুবিধা অ্যাক্সেস করা যেতে পারে। কীভাবে, জেনে নিন।

Net Banking: ব্যাঙ্কে না গিয়েই নেট ব্যাঙ্কিং সুবিধা চালু করা যায়, করতে হবে এই কাজটি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:10 AM

নয়া দিল্লি: আপনি যদি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক হন, তবে এখন নেট ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পেতে আপনাকে আর ব্যাঙ্কে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে নেট ব্যাঙ্কিং সুবিধা অ্যাকটিভেট করতে পারবেন। নেট ব্যাঙ্কিংয়ের জন্য নাম নিবন্ধনের সময় মোবাইল, পার্সোনাল কম্পিউটার বা এই ধরনের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এসবিআই নেট ব্যাঙ্কিং সুবিধা অ্যাক্সেস করা যেতে পারে। অ্যাকাউন্টধারী তারপর দ্রুত এবং সহজে এসবিআই নেট ব্যাঙ্কিং পরিষেবার জন্য সাইন আপ করতে পারবেন। একবার আপনি এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের জন্য সাইন আপ করলে, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, টাকা পাঠানো, এটিএম কার্ড অ্যাক্টিভেট করা, ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলা, চেকবুকের জন্য অনুরোধ করা এবং আরও অনেক ব্যাঙ্কিং পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। এসবিআই নেট ব্যাঙ্কিং পরিষেবা ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবলেট-সহ যেকোনও ডিভাইস থেকে ব্যবহার করা যায়।

কীভাবে নেট ব্যাঙ্কিং সুবিধা চালু করবেন?

– প্রথমে, আপনাকে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট, Retail.onlinesbi.sbi/retail/login.htm।-এ যেতে হবে

– এর পর ‘পার্সোনাল ব্যাঙ্কিং’ বিভাগে যান এবং ‘কন্টিনিউ টু লগইন’-এ ক্লিক করুন

– এরপর এসবিআই-এর ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করার পরিষেবার কন্ডিশন বা শর্তাবলীতে সম্মতি দিতে হবে

– এরপর ‘নিউ ইউজার’-এ ক্লিক করুন? এখানে রেজিস্ট্রেশন / অ্যাক্টিভেট করুন

– ‘নিউ ইউজার ‘রেজিস্ট্রেশন’ নির্বাচন করুন

– তারপরে রেজিস্ট্রেশন পেজে এসবিআই অ্যাকাউন্ট নম্বর, সিআইএফ নম্বর, শাখা কোড, দেশ, নিবন্ধিত মোবাইল নম্বর এবং একটি ক্যাপচা কোড-সহ সম্পূর্ণ বিবরণ দিন

– তারপর ‘সম্পূর্ণ লেনদেনের অধিকার’ নির্বাচন করুন। আরও এগিয়ে যেতে ‘আই এগ্রি’-তে ক্লিক করুন এবং তারপর ‘সাবমিট’-এ ক্লিক করুন

– আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে,সেটি দিন এবং ‘কনফার্ম’-এ ক্লিক করুন

সমস্ত বিকল্প সম্পূর্ণ করতে, এই দুটি অপশন দেখানো হবে – ‘আমার এটিএম কার্ড আছে’ এবং ‘আমার এটিএম কার্ড নেই’। প্রথম বিকল্পটি নির্বাচন করে এটিএম কার্ডের বিবরণ পূরণ করুন। এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের অনলাইন রেজিস্ট্রেশন শুধুমাত্র এটিএম কার্ড দিয়েই সম্ভব। অন্যথায় আপনাকে নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশনের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সাবমিটে ক্লিক করুন এবং আপনার অস্থায়ী ইউজার নেম স্ক্রিনে প্রদর্শিত হবে।