Petrol-Diesel Price: আরও ৫ টাকা কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম? কী বলছেন বিশেষজ্ঞরা?
Petrol-Diesel Price: আন্তর্জাতিক বাজারের দিকে চোখ রাখলে দেখা যাবে, সেখানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। অপরিশোধিত তেল অর্থাৎ উপসাগরীয় দেশগুলির ক্রুড অয়েলের দাম ১.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫.২০ ডলারে পৌঁছেছে।
কলকাতা: লিটার প্রতি ২ টাকা করে কমেছে। অনুমান করা হচ্ছে আরও কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। বিশেষজ্ঞদের মতে, এটা শুধুই শুরু। শীঘ্রই পেট্রোল-ডিজেলের দাম ৩ থেকে ৫ টাকা পর্যন্ত কমতে পারে। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে। বাইশ সালের পর ফের কমেছে পেট্রোল-ডিজেলের দাম। এর আগে জ্বালানির দাম কমেছিল ২০২২ সালের মে মাসে।
এইচডিএফসি সিকিউরিটিজের কমোডিটি কারেন্সি হেড অনুজ গুপ্তের মতে, পেট্রোলিয়াম সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দাম শীঘ্রই ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমাতে পারে। অনুজ গুপ্তা বলেন, নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আগেই মনে করা হচ্ছিল। এখন ২ টাকা কমানোর কথা বলা হচ্ছে। আগামী দিনে আমরা পেট্রোল এবং ডিজেলের দাম ৩ থেকে ৫ টাকা পর্যন্ত দাম কমতে দেখতে পারি। নির্বাচনের আগেই ফের সেই ঘোষণা সামনে আসতে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারের দিকে চোখ রাখলে দেখা যাবে, সেখানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। অপরিশোধিত তেল অর্থাৎ উপসাগরীয় দেশগুলির ক্রুড অয়েলের দাম ১.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫.২০ ডলারে পৌঁছেছে। যেখানে আমেরিকান অপরিশোধিত তেলের দাম ১.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮১.১২ ডলারে পৌঁছেছে। চলতি বছরে উপসাগরীয় দেশগুলোতে অপরিশোধিত তেলের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, আমেরিকার অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশের বেশি বেড়েছে।
অন্যদিকে, সরকারি তেল সংস্থাগুলি সেভাবে পেট্রোল-ডিজেলের দাম কমায়নি। চলতি অর্থবছরের প্রথম ৩ ত্রৈমাসিকে অর্থাৎ ৯ মাসে বিপুল মুনাফা করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ৯ মাসে ৬৯ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে সরকারি তেল কোম্পানিগুলো। এই সময়ে কোম্পানিগুলি পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে অনেক লাভ ঘরে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, চলতি আর্থিক বছরে কোম্পানিগুলি ৮৫ হাজার কোটি থেকে ৯০ হাজার কোটি টাকা মুনাফা করতে পারে। সে কারণেই বর্তমানে দামের লাগামে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে। তাতেই কমতে পারে দাম।