Platform Ticket Price: উৎসব উপলক্ষে বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া, এখন খসবে কত?
Platform Ticket Price: লাগামছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্যই এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল পশ্চিম রেলওয়ে। হাতে গোনা কয়েকটি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।
উৎসবের মরশুমে (Festive Season) ঘরে যাঁরা ভিন রাজ্য কর্মরত তাঁদের বাড়ি ফেরার প্রবণতা দেখা যায়। অনেকেই উৎসবের সময় ছুটি নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণেও। ফলে স্বভাবতই রেলওয়ে প্ল্যাটফর্ম এই সময় ভিড়ে ভিড়াক্কার হয়ে যায়। লাগামছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্যই এবার প্ল্যাটফর্ম টিকিটের (Platform Tickets) দাম বাড়াল পশ্চিম রেলওয়ে (Western Railway)। হাতে গোনা কয়েকটি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এই বর্ধিত দাম অক্টোবরের শেষ অবধি প্রযোজ্য থাকবে।
রেলওয়ে প্ল্যাটফর্মে অযাচিত ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। যেসব স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে তার মধ্যে অন্যতম হল মুম্বই সেন্ট্রাল। এছাড়াও দাদার, বোরিভালি, বান্দ্রা টার্মিনাস, ভাপি, ভালসাদ, উধনা ও সুরাটে দাম বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের। পশ্চিম রেলওয়ে জানিয়েছে, ‘উৎসবের মরশুমে রেলওয়ে স্টেশনে খুব ভিড় থাকে। তাই স্টেশন চত্বরে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে পশ্চিম রেলওয়ের সেন্ট্রাল ডিভিশনে ৩১ অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হল।’
এদিকে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়ানোর পাশাপাশি পশ্চিম রেলওয়ে উৎসব উপলক্ষে সাপ্তাহিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যেমন, আমেদাবাদ-অমৃতসর, আমেদাবাদ-তিরুচ্চিরাপল্লি, মুম্বই সেন্ট্রাল-মালদা টাউন, মুমবাই সেন্ট্রাল-নয়া দিল্লি, ইন্দোর-পাটলিপুত্র, আমেদাবাদ-পটনা এবং আহমেদাবাদ-দিল্লি সরাই রোহিলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ভালসাদ স্টেশনে কয়েকটি হলিডে স্পেশাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে পশ্চিম রেলওয়ের তরফে।