PM Mandhan Yojana: প্রতিদিন ২ টাকা করে জমান, এই যোজনায় পেতে পারেন ৩৬,০০০ টাকা
PM Mandhan Yojana: এই স্কিমের লাভ পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাক্তি কিংবা আবেদনকারীর মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম হতে হবে। এছাড়া আর কোনও শর্ত তেমন দেওয়া হয়নি।
সরকারি হোক বা বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর বেশ কিছু টাকা পাওয়া যায় সাধারণত। কিন্তু, শ্রমিক, মজুরদের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। তাই তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ স্কিম রয়েছে। পিএম শ্রম যোগী মন ধন যোজনা ও ই-শ্রম কার্ড যোজনায় বিশেষ সুবিধা পাওয়া যায়। এর ফলে দেশের শ্রমিকরাও অবসরের পর পেনশন পেতে পারেন।
১৮ বছর থেকেই এই যোজনায় আবেদন করা যাবে। এই যোজনায় ৫৫ টাকা থেকে ২০০ টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করা যেতে পারে। ৬০ বছর বয়সের প বিনিয়োগকারী মাসে ৩, ০০০ টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন। সাধারণত দোকানদার, গৃহকর্মী, বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকরা এই যোজনায় আবেদন জানাতে পারে। একজন শ্রমিক বছরে ৩৬ হাজার টাকা পেনশন পেতে পারেন এ ক্ষেত্রে। তবে এই স্কিমের লাভ পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাক্তি কিংবা আবেদনকারীর মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম হতে হবে। এছাড়া আর কোনও শর্ত তেমন দেওয়া হয়নি।
এই যোজনার মাধ্যমে সুবিধা পেতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর তা করতে হলে Common Service Centre-এ নাম লেখাতে হবে। এ জন্য সরকার স্পেশাল একটি পোর্টালও বানিয়েছে। এই যোজনার মাধ্যমে আরও বিস্তারিত তথ্যের জন্যে টোল ফ্রি নম্বরে ফোন করা যেতে পারে। ১৮০০২৬৭৬৮৮৮ – টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে।
তবে এই যোজনা’র মাধ্যমে লাভ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেভিংস ব্যাঙ্ক এবং আধার কার্ড থাকাটা খুবই প্রয়োজন। শুধু তাই নয়, আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বয়সের হিসেবে প্রিমিয়াম নির্ধারিত হবে। তবে নুন্যতম প্রতি মাসে ৫৫ টাকার প্রিমিয়াম থেকে শুরু করে সর্বোচ্চ মাসে ২০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। তবে আবেদনের আগে বয়সের সঙ্গে প্রিমিয়ামের অঙ্কটা জেনে নিতে হবে। পেনশনধারীর মৃত্যু হলে, তাঁর স্ত্রী কিংবা স্বামীকে পেনশনের অর্ধেক অঙ্ক দেওয়া হবে।