RBI governor: সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেড আরবিআই গভর্নরের, উচ্ছ্বসিত মোদী

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ছাড়া সুইজারল্যান্ডের গভর্নর থমাস জে জর্ডন এবং ভিয়েতনামের গভর্নর গুয়েন থি হং A+ গ্রেড পেয়েছেন।

RBI governor: সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেড আরবিআই গভর্নরের, উচ্ছ্বসিত মোদী
শক্তিকান্ত দাস ও নরেন্দ্র মোদী। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 11:25 AM

নয়াদিল্লি: ২০২৩ সালের গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেড পেয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের এই স্বীকৃত নিয়ে গর্বিত আরবিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই রিপোর্ট সামনে আসার পর অভিনন্দন জানিয়েছেন গভর্নরকে। আরবিএই-এর তরফ থেকেও টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে।

ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে প্রকাশের পর শুক্রবার সন্ধ্যায় আরবিআই-এর তরফে টুইটে লেখা হয়েছে, “আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি গভর্নর শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেড পেয়েছেন। যে তিন জন ব্যাঙ্ক গভর্নর A+ গ্রেড পেয়েছেন তার মধ্যে শক্তিকান্ত দাস সবার শীর্ষে রয়েছেন।” ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ছাড়া সুইজারল্যান্ডের গভর্নর থমাস জে জর্ডন এবং ভিয়েতনামের গভর্নর গুয়েন থি হং A+ গ্রেড পেয়েছেন।

আরবিআই-এর গভর্নরের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটার এবং লিঙ্কডইনে তিনি এ নিয়ে পোস্ট করেছেন। লিঙ্কডইনে তিনি লিখেছেন, “গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ডস ২০২৩-এ ‘এ+’ গ্রেডের জন্য আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে অভিনন্দন জানাচ্ছি। A+ গ্রেড পাওয়া তিন জন গভর্নরের মধ্যে শীর্ষস্থানে থাকা সত্যিই গর্বের বিষয়। এটা ভারতের জন্য গর্বের মুহূর্ত। তাঁর নিষ্ঠা, দূরদর্শিতা আমাদের উন্নয়নকে আরও পোক্ত করা হবে।”