Expensive Hotel in India: রাজস্থানে ‘বিশ্বের সেরা’ হোটেল, রাত কাটাতে কম পড়বে আপনার ১২ মাসের বেতনেও
Expensive Hotel in India: ভ্রমণ সংস্থা ট্রিপ অ্যাডভাইজরের সমীক্ষায় বিশ্বের সেরা হোটেলের তকমা জুটেছে ওই হোটেলের। হোটেলের মালিক হল টাটা গ্রুপ, তাজ হোটেল যাদের মালিকানাধীন।
রাজস্থান: বিলাসবহুল হোটেলে থাকার সাধ হয় অনেকেরই, কিন্তু সাধ্য কি সবার থাকে? শুধুমাত্র বিদেশেই নয়, ভারতের মাটিতেও এমন হোটেল আছে, যাতে থাকতে গেলে অনেকের ১২ মাসের বেতন দিয়ে দিতে হবে। রাজস্থানের রাজধানী জয়পুরে রয়েছে এমনই একটি হোটেল। সেই হোটেলের এক রাতের খরচ যা, তা বহু মানুষের ১২ মাসের বেতনের সমান। এমনকী সুইজারল্যান্ড, লন্ডন বা লাস ভেগাসের হোটেলকেও হার মানাতে পারে সেই হোটেলের খরচ।
জয়পুরের রামবাগ প্যালেস হোটেল হল তেমনই একটি হোটেল। ভ্রমণ সংস্থা ট্রিপ অ্যাডভাইজরের সমীক্ষায় বিশ্বের সেরা হোটেলের তকমা জুটেছে ওই হোটেলের। হোটেলের মালিক হল টাটা গ্রুপ, তাজ হোটেল যাদের মালিকানাধীন।
এই হোটেলে একেবারে মহারাজার মতো দিন কাটাতে পারেন আপনি। এই হেরিটেজ হোটেলের এক রাতের খরচ ১০ লক্ষ টাকা। ভারতের বহু মানুষের এক বছরের বেতনের থেকেও বেশি সেই অঙ্ক।
এই হোটেলের সুখ নিবাস স্যুটে থাকতে গেলে ১০ লক্ষ টাকা খরচ করতে হবে এক রাতে। তবে যদি চাহিদা কম থাকে, অর্থাৎ অফ সিজনে কেউ যান, তাহলে ৪.৭ লক্ষ টাকাতেও মিলতে পারে সেই ঘরে থাকার সুযোগ।
একসময় জয়পুরের রাজ পরিবারের বাস ছিল ওই ভবনে। ১৮৩৫ সালে এই ভবন তৈরি হয়। মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিং ও মহারানি গায়ত্রী দেবী এই ভবনে একটা সময় থাকতেন। পরে এটি বিলাসবহুল হোটেলের রূপান্তরিত করা হয়।