Indian Rupee: এবার ইন্দোনেশিয়াতেও চলবে ভারতের ‘রুপি’, চুক্তি স্বাক্ষর করল RBI

RBI: আরবিআই-এর বিবৃতি অনুসারে, ডলার ছাড়া দেশীয় মুদ্রায় ব্যবসা করলে এর খরচ কমবে। এছাড়া লেনদেন নিষ্পত্তি করতে কম সময় লাগবে। এই এমওইউতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাঙ্ক ইন্দোনেশিয়ার গভর্নর পেরি ওয়ারজিও স্বাক্ষর করেছেন।

Indian Rupee: এবার ইন্দোনেশিয়াতেও চলবে ভারতের 'রুপি', চুক্তি স্বাক্ষর করল RBI
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Mar 08, 2024 | 7:00 AM

নয়া দিল্লি: বিশ্বের অনেক দেশের সঙ্গে ভারত ক্রমাগত রুপিতে বাণিজ্যের প্রচার করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত রুপিতে লেনদেন করেছিল। এবার ভারতীয় রুপি ইন্দোনেশিয়াতেও ব্যবহার করা যাবে। অর্থাৎ মুদ্রা বিনিময় না করে বা ডলারের ব্যবস্থা ছাড়াই রুপি দিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে লেনদেন করা যাবে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের (BI) মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ব্যাঙ্ক ইন্দোনেশিয়া (BI) নিজেদের একটি মউ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, উভয় দেশই এখন দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভারতীয় মুদ্রা ‘রুপি’ এবং ইন্দোনেশিয়ান মুদ্রা ‘রুপিয়া’ দিয়ে ব্যবসা করা যাবে। খবরটি জানিয়ে আরবিআই এক বিবৃতিতে বলেছে যে, দুই দেশের মধ্যে সীমান্ত লেনদেনের জন্য একটি ব্যবস্থা তৈরি করা হবে। এই ব্যবস্থার ফলে উভয় দেশের মধ্যে আমদানি-রফতানি আরও সহজ হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রা হিসেবে ভারতীয় রুপির চাহিদা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।

খরচ এবং সময় কমবে

আরবিআই-এর বিবৃতি অনুসারে, ডলার ছাড়া দেশীয় মুদ্রায় ব্যবসা করলে এর খরচ কমবে। এছাড়া লেনদেন নিষ্পত্তি করতে কম সময় লাগবে। এই এমওইউতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাঙ্ক ইন্দোনেশিয়ার গভর্নর পেরি ওয়ারজিও স্বাক্ষর করেছেন। এই অংশীদারিত্ব RBI এবং BI-এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করবে।