Axis Bank: ৯১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে Axis Bank-কে, নির্দেশ RBI-এর

Axis Bank: কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই তার নিয়ন্ত্রক ক্ষমতা ব্যবহার করে অ্যাক্সিস ব্যাঙ্কের ওপর এই জরিমানা আরোপ করতে পারে। জানা গিয়েছে আরবিআই- এর আগে গত ২ নভেম্বরেও একটি নির্দেশ জারি করেছিল, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক তা অনুসরণ করতে পারেনি।

Axis Bank: ৯১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে Axis Bank-কে, নির্দেশ RBI-এর
অ্যাক্সিস ব্যাঙ্কImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 7:21 AM

নয়া দিল্লি: বড় ধাক্কা খেল দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক ‘অ্যাক্সিস’। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার-র তরফে প্রায় ৯১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি সোনার গয়না নিয়ে ঋণ প্রদান করে এমন প্রতিষ্ঠান মনপ্পুরম ফিন্যান্স এবং আনন্দ রথি গ্লোবাল ফিন্যান্ নামে দুই সংস্থাকেও মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে অ্যাক্সিস ব্যাঙ্ক একাধিক নির্দেশিকা লঙ্ঘন করেছে। সে কারণেই এই জরিমানা ধার্য করা হচ্ছে। কেওয়াইসি সংক্রান্ত নির্দেশিকার ক্ষেত্রে অনেকগুলি নিয়ম সঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যাঙ্ককে ৯০.৯২ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই তার নিয়ন্ত্রক ক্ষমতা ব্যবহার করে অ্যাক্সিস ব্যাঙ্কের ওপর এই জরিমানা আরোপ করতে পারে। জানা গিয়েছে আরবিআই- এর আগে গত ২ নভেম্বরেও একটি নির্দেশ জারি করেছিল, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক তা অনুসরণ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাঙ্ক তার বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করেছে, নিয়ম না মানার কারণে ব্যাঙ্কটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মানপ্পুরম ফিনান্সকে ৪২.৭৮ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ত্রিসুরের এই সংস্থা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলান অনুসরণ করেনি, সে কারণেই এই জরিমানা দিতে হবে ওই সংস্থাকে। উল্লেখ্য, নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলির জন্য আরবিআই কিছু নিয়ম তৈরি করেছে। সেগুলি সঠিকভাবে মানা হয়নি বলেই অভিযোগ। এছাড়া আনন্দ রথী গ্লোবাল ফিনান্স লিমিটেড-কেও নিয়ম অনুসরণ না করার জন্য ২০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।