Reliance-Disney deal: মুকেশ অম্বানীর মুঠোয় ডিজনি প্লাস হটস্টার? চাপে জি-সোনি-নেটফ্লিক্স

Reliance Disney Deal: দীর্ঘদিন ভারতে এইচবিও এবং ওয়ার্নার ব্রাদার্সের কনটেন্টগুলি পরিবেশন করত ডিজনি প্লাস হটস্টার। চলতি বছরেই ডিজনি প্লাস হটস্টারের হাত থেকে এই কনটেন্টগুলি ছিনিয়ে নিয়েছিল জিও টিভি। এখন এই কনটেন্টগুলি দেখা যায়, জিও টিভির প্রিমিয়াম সাবস্ক্রিপশনে। এবার, পুরো ডিজনি প্লাস হটস্টার অ্যাপটিই অধিগ্রহণ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

Reliance-Disney deal: মুকেশ অম্বানীর মুঠোয় ডিজনি প্লাস হটস্টার? চাপে জি-সোনি-নেটফ্লিক্স
প্রচিযোগিতায় টিকতে পারছে না ডিজনি প্লাস হটস্টারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 9:30 PM

মুম্বই: দীর্ঘদিন ধরেই বাজার রয়েছে জিও টিভি অ্প। তবে, দীর্ঘ সময় এই অ্যাপকে কেন্দ্র করে ব্যবসা বাড়ানোর কোনও চেষ্টা করেনি মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কিন্তু, ২০২৩ সাল এই প্রবণতা বদলে দিয়েছে। বলা ভাল, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের সময় থেকেই, জিও টিভি অ্যাপকে ভারতের এক নম্বর ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার দৌড় শুরু করেছিল রিলায়েন্স জিও। দীর্ঘদিন ভারতে এইচবিও এবং ওয়ার্নার ব্রাদার্সের কনটেন্টগুলি পরিবেশন করত ডিজনি প্লাস হটস্টার। চলতি বছরেই ডিজনি প্লাস হটস্টারের হাত থেকে এই কনটেন্টগুলি ছিনিয়ে নিয়েছিল জিও টিভি। এখন এই কনটেন্টগুলি দেখা যায়, জিও টিভির প্রিমিয়াম সাবস্ক্রিপশনে। এবার, পুরো ডিজনি প্লাস হটস্টার অ্যাপটিই অধিগ্রহণ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্সের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ওয়াল্ট ডিজনি সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, এই দুই সংস্থার একীভূতকরণের ফলে, নয়া সত্ত্বাটির ৫১ শতাংশ মালিকানা থাকবে রিলায়েন্সের হাতে। আর, ওয়াল্ট ডিজনির হাতে থাকবে বাকি ৪৯ শতাংশ মালিকানা। এই বিষয়ে একটি নন-বাইন্ডিং টার্ম শীট স্বাক্ষর করেছে দুই সংস্থা। শেষ পর্যন্ত এই দুই সংস্থা একিভূত হলে, ভারতের বৃহত্তম বিনোদন সংস্থাগুলির অন্যতম হয়ে উঠবে এই নয়া সত্ত্বা, এমনটাই মনে করা হচ্ছে। জি এন্টারটেইনমেন্ট, সোনির মতো টিভি চ্যানেল এবং নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এই চুক্তির ফলে, নয়া সত্তাটির উপর মুকেশ অম্বানির রিলায়েন্স গ্রুপের নিয়ন্ত্রণই বেশি থাকবে বলে শিল্প মহলের ধারণা। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, জানুয়ারির শেষের মধ্যেই প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে রিলায়েন্স।

বস্তুত, বিশ্বকাপ ফুটবলের সময় থেকেই ডিজনির সঙ্গে কড়া প্রতিযোগিতায় রয়েছে রিলায়েন্স। তবে, বিশ্বকাপ ফুটবলের ডিজনি প্লাস হটস্টারকে, জিও টিভি বড় ধাক্কা দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর স্ট্রিমিং অধিকার দখল করে। বিগত বছরগুলিতে এই ক্রিকেট প্রতিযোগিতা ডিজনি প্লাস হটস্টারের জন্য ছিল লক্ষ্মীর মতো। কিন্তু, ২০২৩-এ জিও টিভি বিনামূল্যে আইপিএল সম্প্রচার করায়, প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছিল ডিজনি-হটস্টার। তারপর থেকেই শোনা যাচ্ছিল, প্রতিযোগিতায় টিকতে না পেরে, রিলায়েন্সের সঙ্গে হাত মেলাতে পারে ডিজনি। প্রতিবেদন অনুসারে, স্টক অদলবদলের মাধ্যমে স্টার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ নেবে রিলায়েন্সের ভায়াকম ১৮। দুই সংস্থাই ব্যবসায় এক থেকে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নয়া সংস্থার বোর্ডে রিলায়েন্স এবং ডিজনির সম সংখ্যক পরিচালক থাকবেন।