Reliance in Share Market: রিলায়েন্সের শেয়ার আছে নাকি? ৫ সেপ্টেম্বর হয়ে যাবেন মালামাল
Reliance in Share Market: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি। কোম্পানির বাজার মূলধন ২০ লক্ষ কোটি টাকারও বেশি। পেট্রোকেমিক্যাল থেকে জ্বালানি, রিটেল থেকে টেলিকম-সহ নানা ক্ষেত্রে আধিপত্য রয়েছে রিলায়েন্সের।
কলকাতা: ফের বড় উপহার মুকেশ অম্বানির। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হতেই কোম্পানির ৩৫ লাখ শেয়ারহোল্ডারকে বড় উপহার দিলেন মুকেশ আম্বানি। ৫ সেপ্টেম্বর সকল শেয়ার হোল্ডাররা পেতে চলেছেন বোনাস। সেই ঘোষণাই করেছেন অম্বানি। আর এই ঘোষণা সামনে আসতে না আসতেও সংস্থার শেয়ার দরও চড়চড় করে বাড়তে শুরু করে।
প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি। কোম্পানির বাজার মূলধন ২০ লক্ষ কোটি টাকারও বেশি। পেট্রোকেমিক্যাল থেকে জ্বালানি, রিটেল থেকে টেলিকম-সহ নানা ক্ষেত্রে আধিপত্য রয়েছে রিলায়েন্সের। সেই রিলায়েন্সেরই কর্ণধার মুকেশ আম্বানি কোম্পানির শেয়ার হোল্ডারদের ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করলেন এদিন। বোনাস শেয়ার পাওয়া যাবে ৫ সেপ্টেম্বর। ১:১ এর অর্থ হল প্রতিটি শেয়ারহোল্ডার প্রতিটি শেয়ারের জন্য একটি করে বোনাস শেয়ার পেতে চলেছেন। এই কারণেঅ, ৫ সেপ্টেম্বরের পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামে আরও বেশ খানিকটা পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রিলায়েন্স এর আগে ২০০৯ সালের ২৬ নভেম্বর ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছিল। এরপর ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণাও করা হয়। এদিকে এদিন দুপুর দেড়টা নাগাদ রিলায়েন্সের শেয়ার দর ৩ হাজার ৭টাকার আশপাশে ঘোরাফেরা করছিসল। দুপুর ২টো নাগাদ রিলায়েন্সের এজিএম শুরু হয়। আর ঠিক তারপরেই কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানির এক একটি স্টকের দাম পৌঁছে যায় ৩ হাজার ৭৪ টাকায়। তবে দিনের শেষে তা গিয়ে ঠেকেছে ৩ হাজার ৪১ টাকায়।