Rs.2000 Currency Notes কবে থেকে বদলানো যাবে? দৈনিক কত টাকা বদলাতে পারবেন? কী KYC লাগবে?

RBI Guideline: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক অফিসে এই নোট বদল করা যাবে। এছাড়া সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্কেও ২ হাজার টাকার নোট বদল করা যাবে। যদি আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্ট না থাকে কিংবা আপনি যে ব্য়াঙ্কের গ্রাহক নন, সেই ব্যাঙ্কে গিয়েও নোট বদল করতে পারবেন।

Rs.2000 Currency Notes কবে থেকে বদলানো যাবে? দৈনিক কত টাকা বদলাতে পারবেন? কী KYC লাগবে?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 7:59 PM

নয়া দিল্লি: ফিরল নোটবন্দির (Note Ban) স্মৃতি। ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন। এরপরই ব্য়াঙ্কগুলিতে পড়ে লম্বা লাইন। প্রখর রোদে দাঁড়িয়ে নোট বদল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে, এমনকী মৃত্যুও হয় কয়েকজনের। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। ফের একবার সেই নোটবন্দির পথেই হাঁটা হচ্ছে। এবার বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট (2000 Rs Note)। শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে জানানো হয়, বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না। যাদের কাছে পুরনো নোট রয়েছে, তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট বদল করে নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরই সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন উঠেছে। কোথায় এই নোট বদল করা যাবে, দৈনিক কত টাকা অবধি নোট বদল করা যাবে, নোট বদলের জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে কি না ইত্যাদি। এক নজরে দেখে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর-

রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘ক্লিন নোট পলিসি’-র অধীনে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে আর নতুন করে ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। বর্তমানে বাজারে যত ২ হাজার টাকার নোট রয়েছে, তাও প্রত্যাহার করে নেওয়া হবে।

তবে গতবারের নোটবন্দির মতো সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে নোট বদলানোর জন্য। অর্থাৎ বর্তমানে আপনি এই নোট ব্যবহার করতে পারবেন।

কবে থেকে নোট বদল করা যাবে?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে থেকে এই ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। মাঝের এই তিনদিন ব্যাঙ্কগুলিকে নোট বদলের প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি ২ হাজার টাকার নোট বদল করা যাবে। এরপরে আর ২ হাজার টাকার নোট গ্রহণ করা হবে না।

কোথায় নোট বদল করবেন?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক অফিসে এই নোট বদল করা যাবে। এছাড়া সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্কেও ২ হাজার টাকার নোট বদল করা যাবে। আপনি যে ব্য়াঙ্কের গ্রাহক নন, সেই ব্যাঙ্কে গিয়েও নোট বদল করতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক নোট বদলের পরিষেবা দিতে অস্বীকার করতে পারবে না। পাশাপাশি প্রত্য়ন্ত জায়গায়, যেখানে ব্যাঙ্কের পরিষেবা নেই, সেখানে বিজনেস কোরসপন্ডেন্টদের মাধ্যমেও নোট বদল করা যাবে।

দৈনিক কত টাকা অবধি নোট বদল করা যাবে?

নোট বদলের কারণে যাতে ব্যাঙ্কের সাধারণ পরিষেবা ব্যাহত না হয়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ হাজার টাকার নোটে দৈনিক সর্বাধিক ২০ হাজার টাকা অবধি বদল করা যাবে। যেখানে ব্যাঙ্ক নেই, সেই সমস্ত জায়গায় বিজনেস কোরসপন্ডেন্টরা নোট বদলের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে জনপ্রতি দৈনিক ৪ হাজার টাকা বদল করা যাবে।

নোট বদলের সময় কী কী তথ্য দিতে হবে?

আরবিআই-র নির্দেশিকা অনুযায়ী, নোট বদলের ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক। অর্থাৎ নোট জমা দেওয়ার সময় আপনাকে আধার কার্ড সহ সংশ্লিষ্ট তথ্য জানাতে হবে ব্যাঙ্ককে।

কোনও ফি বা চার্জ দিতে হবে কি?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২ হাজার টাকার নোট বদলের জন্য সাধারণ মানুষকে কোনও অতিরিক্ত ফি বা চার্জ দিতে হবে না। পাশাপাশি প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যাতে নোট বদলের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে না হয়, তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।