Bank Account: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই ফোন নম্বর লিঙ্ক করা? এখনই সাবধান হন, আসছে বড় পরিবর্তন

KYC Rule: আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্কে যান, আপনাকে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং গ্রাহকের তথ্য থাকে। আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং একই মোবাইল নম্বরের সঙ্গে তা লিঙ্ক করা থাকে, তবে সতর্ক হন।

Bank Account: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই ফোন নম্বর লিঙ্ক করা? এখনই সাবধান হন, আসছে বড় পরিবর্তন
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 07, 2024 | 6:31 AM

নয়া দিল্লি: আপনার কি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কের কেওয়াইসি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হল। যদি কেওয়াইসি-র এই কাজ না হয়, তবে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

যখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্কে যান, আপনাকে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং গ্রাহকের তথ্য থাকে। আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং একই মোবাইল নম্বরের সঙ্গে তা লিঙ্ক করা থাকে, তবে সতর্ক হন। এবার আরবিআই ব্যাঙ্কগুলির সঙ্গে সিস্টেমে পরিবর্তন আনতে চলেছে।

বড় পরিবর্তন আনতে পারে RBI-

ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্টের নিরাপত্তা মজবুত করতে, আরবিআই ব্যাঙ্কগুলির সঙ্গে কেওয়াইসি-র নিয়ম কঠোর করতে পারে।  রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কগুলি গ্রাহকদের তথ্য যাচাইকরণের জন্য একটি অতিরিক্ত আরেকটি সুরক্ষা স্তর চালু করতে পারে।

কী নিয়ম প্রযোজ্য হবে?

রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের নতুন নিয়মে মূলত যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং একই নম্বরের একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তাদের উপর প্রভাব ফেলবে। এবার থেকে কেওয়াইসি ফর্মে বিকল্প আরেকটি নম্বর লিখতে হবে। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প নম্বরও লিখতে হবে। যৌথ অ্যাকাউন্টগুলির জন্য প্যান, আধার ও মোবাইল নম্বরের মতো বহু-স্তরের মাধ্যমিক সনাক্তকরণ পদ্ধতিগুলিও বিবেচনা করা হচ্ছে।