Salil Parekh: বার্ষিক বেতন ১৫.৬ কোটি টাকা কমেও দিনে আয় ১৫.৪ লক্ষ, কে এই সলিল পারেখ?

Salil Parekh: ২০২১-২২ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৭১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সেই আয় নেমে যায় অনেকটাই।

Salil Parekh: বার্ষিক বেতন ১৫.৬ কোটি টাকা কমেও দিনে আয় ১৫.৪ লক্ষ, কে এই সলিল পারেখ?
সলিল পারেখ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 7:08 AM

নয়া দিল্লি: বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত সিইও-দের মধ্যে অন্যতম সলিল পারেখ। ভারতীয় তথ্য ও প্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর এমডি ও সিইও তিনি। এই সংস্থার মার্কেট ক্যাপিটাল ৫.৪৭ লক্ষ কোটি টাকা। প্রায় ৩০ বছর ধরে তথ্য ও প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত তিনি। আইআইটি বম্বে থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

আইআইটি-তে পড়াশোনা করার পর তিনি কম্পিউটার সায়েন্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে চলে যান আমেরিকায়। কর্নওয়েল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি। অতীতে ক্যাপজেমনি-র বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়া ভারতে ইওয়াই- নামক সংস্থার পরিধি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।

২০২১-২২ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৭১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সেই আয় নেমে যায় অনেকটাই। প্রায় ২১ শতাংশ কমে যায়। গত অর্থবর্ষে ৫৬.৪ কোটি টাকা আয় করেছিলেন তিনি, যা হিসেব করলে দাঁড়ায় দিনে ১৫.৪ লক্ষ টাকা। তার আগের বছরের বেতনের তুলনায় যা ১৫.৬ কোটি টাকা কম।

কম স্টক অপশনের জন্যই কমে গিয়েছিল তাঁর বেতন। সে কারণেই কম টাকা পেয়েছেন তিনি। তিনি পেয়েছিলেন ৩০.৬ কোটি টাকা। ভ্যারিয়েবল পে হল ১৮.৭৩ কোটি টাকা। শুধু তিনিই নন, ওই সংস্থার ওই বছর কোনও বেতন নেননি ইনফোসিসের এক্সিকিউটিভ চেয়ারম্যান নন্দন নিলেকানি। সংস্থার সিএফও নীলাঞ্জন রায় পেয়েছিলেন ১০.৬১ কোটি, গত বছরের তুলনায় যা ২৮ শতাংশ কম।