SBI Fixed Deposit Scheme: আরও কয়েকদিন SBI-র এই বিশেষ FD স্কিমে বিনিয়োগ করা যাবে, আকর্ষণীয় হারে মিলবে সুদ

SBI Fixed Deposit Scheme: ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়িয়েছে। এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে ৪০০ দিনের জন্য টাকা রেখে উচ্চ হারে সুদ মিলবে গ্রাহকদের।

SBI Fixed Deposit Scheme: আরও কয়েকদিন SBI-র এই বিশেষ FD স্কিমে বিনিয়োগ করা যাবে, আকর্ষণীয় হারে মিলবে সুদ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 8:30 AM

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে পুনরায় মেয়াদ বাড়ানো হয়েছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অন্যান্য স্থায়ী আমানতের তুলনায় অমৃত কলস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে অপেক্ষাকৃত বেশি সুদ পাবেন গ্রাহকরা। আগামী ৩০ জুন পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। SBI-র যেকোনও গ্রাহকই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

SBI অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম:

এই স্কিমের আওতায় গ্রাহকদের ৪০০ দিনের জন্য টাকা রাখতে হবে। আর এই স্কিমে বিনিয়োগ করে সাধারণ নাগরিকরা ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। আর বর্ষীয়ান নাগরিকরা পাবেন ৭.৬০ শতাংশ হারে সুদ। এই স্কিমের ক্ষেত্রেও মেয়াদের আগেই FD ভাঙতে পারবেন গ্রাহকরা। এমনকি ফিক্সড ডিপোজিটের জন্য লোনও নিতে পারবেন তাঁরা।

২ কোটি টাকার নিচে যেকোনও পরিমাণ টাকা বিনিয়োগ করা যেতে পারে এই ফিক্সড ডিপোজিটে। এদিকে SBI-র এই বিশেষ স্কিমটিতে বিনিয়োগের জন্য আর দু’মাসই হাতে রয়েছে বিনিয়োগকারীদের। ৩০ জুনই মেয়াদ শেষ হয়ে যাবে এসবিআই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের। এদিকে যাঁরা স্থায়ী আমানতে বিনিয়োগ করে সর্বোচ্চ ও আকর্ষণীয় রিটার্ন পেতে চান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে এসবিআই। কারণ এত উচ্চ হারে আর কোনও স্কিমে সুদ মিলছে না।