Stock Market: করোনার খবর শুনেই চড়চড় করে বাড়ল এই শেয়ারগুলি
Stock Market: করোনার খবর শুনেই চড়চড়িয়ে বাড়ল ফার্মা সংস্থার শেয়ারগুলি। ফলে লাভের মুখ দেখছেন এই সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা।
চিনে (China) চওড়া হচ্ছে করোনার (Corona Pandemic) থাবা। গত তিন বছরে এই হারে সংক্রমণ দেখেনি ড্রাগনের দেশ। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী তিনমাসে চিনের প্রায় এক তৃতীয়াংশ জনগণ কোভিডে আক্রান্ত হবেন এবং এপ্রিলের মধ্যে সেখানে করোনার কারণে প্রায় ৩ লক্ষ নাগরিকের মৃত্যু হতে পারে। তবে শুধুমাত্র চিনেই নয়, আমেরিকা, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে আজ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই বৈঠকে তিনি ফের জনসমক্ষে মাস্ক পরার ও কোভিডের বুস্টার ডোজ় নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। ফের একবার করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। পুনরায় মাস্ক, স্যানেটাইজার ব্যবহার ও টেস্টিং বাড়ার প্রবণতা দেখা যাবে। আর বুধবার করোনা নিয়ে ফের একবার আলোচনা বাড়তেই আতঙ্কে বাজার বন্ধের সময় সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্ট এবং ১.০১ শতাংশ পড়েছে নিফটি৫০ তেও। যেখানে গোটা শেয়ার বাজারেই (Share Market) পতন দেখা গিয়েছে সেখানে লাভের মুখ দেখছেন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা। এ দিন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার শেয়ার দর ঊর্ধ্বমুখী হয়েছে। এদিন শেয়ার বাজারে ডিভি’স ল্যাব, অ্য়াপোলো হসপিটাল সহ একাধিক স্বাস্থ্যক্ষেত্রের শেয়ার ঊর্ধ্বমুখী হয়েছে এদিন।
বুধবার সূচকে সবথেকে বেশি প্রভাব ফেলেছে ডিভিস ল্যাবোরেটরিস। ৪.৫ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। শেয়ার প্রতি এই সংস্থার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৯৯.২৫ টাকা। এরপরই তালিকায় রয়েছে অ্যাপোলো হাসপাতাল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই হাসপাতালের প্রতি শেয়ারের দাম ২.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৭১০০ টাকা। সিপলা, সান ফার্মা ডঃ রেড্ডির মতো অন্যান্য ফার্মা সংস্থাগুলির প্রতিটির স্টক ১ থেকে ২ শতাংশ বেড়েছে।
এদিকে আরও বড় বাজারের ক্ষেত্রে গ্লেনমার্ক ফার্মার দর বেড়েছে ৭ শতাংশের বেশি। এরপরই রয়েছে গ্রানুলস। এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ। আর আজ বাকি সংস্থা লুপিন, অরবিন্দ ফার্মা, বায়োকন, ইপকা ল্যাব, লওরাস ল্যাব, জ়াইডাস লাইফের স্টকগুলি এনএসই তে ৩ থেকে ৪ শতাংশ বেড়েছে। এদিকে বর্তমানে আজ এনএসই সূচকে টাইটান, আইটিসির মতো সংস্থার সূচক লাল দাগে রয়েছে। সেখানে ফার্মা সংস্থার শেয়ার বেড়েছে চড়চড়িয়ে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩১ নয়া সংক্রমণের খোঁজ মিলেছে। আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নমুনা পরীক্ষা এবং পজ়িটিভি রিপোর্টের জিনোম সিকোয়েন্সিংয়ের উপর জোর দেওয়ার কথা বলেছেন।