মঙ্গলবার বাজার খুলতেই দাম কমল সোনার। আজ সকাল ১১ টা অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০ টাকা। তবে সোনার দাম বাড়লেও এ দিন রুপোর দাম বাড়েনি।
প্রতীকী ছবি
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫,৪৪৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৪৩,৫৮৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫৪,৪৮০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৪,৮০০ টাকা।
এদিন সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। বুধবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৭০,১০০ হাজার টাকা।
এ দিন বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪০.৫৩ মার্কিন ডলার। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫২.২৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও চড়চড়িয়ে বাড়ছে সোনার দর।