Layoffs: ইস্তফা দিলে এই সংস্থায় মিলবে এক বছরের বেতন
Layoffs: স্বেচ্ছায় ইস্তফা দিলে এক বছরের বেতন অফার করে থাকে কোনও কোনও সংস্থা। যেমন অ্য়ামাজ়ন তাঁদের কিছু কর্মীর ক্ষেত্রে এরকম অফার দিয়েছে।
কর্পোরেট চাকুরেদের জন্য এই বছরটা খুব একটা সুখকর ছিল না। কেউ সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছেন চাকরি খুইয়েছেন। আবার কেউ বহুজাতিক সংস্থায় যোগ দেওয়ার জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সংস্থায় যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যোই হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে নিয়োগকারী সংস্থা। এরকম হাজারো গল্প ভেসে বেরিয়েছে এই বছরের শুরু থেকেই। ২০২৩ সালে প্রায় ৫৭০ টি প্রযুক্তি সংস্থা প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মী ছাঁটাই করেছে। একদিকে যেমন সিলিকন ভ্য়ালির বেশ কিছু টেক সংস্থা একের পর এক ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। অন্যদিকে ইউরোপের কিছু সংস্থা কর্মীদের হাতে পিঙ্ক স্লিপ (চাকরি হারানোর পত্র) তুলে দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই আবহে কোনও কোনও সংস্থায় স্বেচ্ছায় ইস্তফা দিলে মিলতে পারে ১ বছরের বেতনও।
লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে এরকম কিছু কোম্পানি রয়েছে যারা ‘এমপ্লয়ি ইনটারেস্ট গ্রুপ’-র সঙ্গে আলোচনা না করে তাদের কর্মী ছাঁটাই করতে পারে না। সেসব দেশের শ্রম আইন অনুযায়ী, “ছাঁটাই কার্যকর করার আগে সংস্থাগুলিকে আইনত এই কাউন্সিলগুলির সঙ্গে পরামর্শ করতে হবে। এর মধ্যে তথ্য সংগ্রহ, আলোচনা এবং আবেদন করার প্রক্রিয়া রয়েছে। এই সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকটা সময় লেগে যায়।” এদিকে গুগল ফ্রান্স ও জার্মানিতে ছাঁটাই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মী গোষ্ঠীর সাহায্য চেয়েছে। পরিস্থিতি এমনই যে, কর্মীরা স্বইচ্ছায় ইস্তফা দিলে তাঁদের এক মাসের বেতন দিচ্ছে গুগল।
লাইভ মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে কর্মীরা স্বেচ্ছায় ইস্তফা দিলে গুগলের মালিক সংস্থা অ্য়ালফাবেট বিপুল পরিমাণে সেভারেন্স প্যাকেজ দিচ্ছে। ব্রিটেনে ৮ হাজার কর্মীর মধ্যে ৫০০ কর্মী ছাঁটাই করার পথে গুগল। তবে সেখানকার শ্রম আইনের কারণে এই প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। তাই স্বেচ্ছায় কোনো কর্মী চাকরি ছাড়লে কোম্পানির তরফে ভাল সেভারেন্স প্যাকেজ দেওয়া হচ্ছে।
এদিকে অ্যামাজ়নে সিনিয়র ম্যানেজার পদের কর্মীরা স্বেচ্ছায় ইস্তফা দিলে সংস্থার তরফে এক বছরের বেতন সেভারেন্স প্যাকেজ হিসেবে দেওয়া হচ্ছে। তবে তাঁদের ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাঁরা প্রসঙ্গত, জার্মানিতে প্রোবেশনে থাকা কর্মীদের ছাঁটাই করছে অ্যামাজন। কর্মীদের স্বেচ্ছায় ইস্তফার বিকল্প প্রস্তাব দিয়েছে এই সংস্থা। এদিকে গত সপ্তাহেই এই সংস্থা নিজেদের ভিডিয়ো গেম সেকশনে ১০০ জন কর্মী ছাঁটাই করেছে।