Tata Group: হলদিরামের শেয়ার কিনতে চায় টাটা গোষ্ঠী, বাজারদর শুনলে চোখ কপালে উঠবে!

Haldiram's: ভারতের গৃহস্থের একটি অন্যতম নাম হল হলদিরাম। এই সংস্থা এখন টাটা গোষ্ঠীর পাশাপাশি বেইন ক্যাপিটাল সহ প্রাইভেট ইক্যুইটি সংস্থার সঙ্গেও অংশীদারিত্ব করার ব্যাপারে কথা বলছে।

Tata Group: হলদিরামের শেয়ার কিনতে চায় টাটা গোষ্ঠী, বাজারদর শুনলে চোখ কপালে উঠবে!
হলদিরাম স্ন্যাকসের দখল নিতে আগ্রহী টাটা গোষ্ঠী।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 9:10 PM

নয়া দিল্লি: স্ন্যাকস জাতীয় খাবারে প্রসিদ্ধ হল হলদিরাম (Haldiram’s)। এবার হলদিরাম কিনতে আগ্রহী টাটা গোষ্ঠী। কমপক্ষে হলদিরামের ৫১ শতাংশ শেয়ার কিনে নিতে চায় টাটা গোষ্ঠী (Tata Group)। এই বিষয়ে ইতিমধ্যে হলদিরামের সঙ্গে কথা বলেছে টাটা গোষ্ঠীর কনজিউমার ইউনিট। কিন্তু, বিক্রয়মূল্য নিয়েই চলছে ধন্দ। হলদিরামের এই সংস্থার ভ্যালুয়েশন বেরিয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ হাজার কোটি টাকা। হলদিরামের সঙ্গে টাটা গোষ্ঠীর এই চুক্তিটি সফল হলে এটি পেপসি এবং কোটিপতি মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

ভারতের গৃহস্থের একটি অন্যতম নাম হল হলদিরাম। এই সংস্থা এখন টাটা গোষ্ঠীর পাশাপাশি বেইন ক্যাপিটাল সহ প্রাইভেট ইক্যুইটি সংস্থার সঙ্গেও অংশীদারিত্ব করার ব্যাপারে কথা বলছে। বেইন ক্যাপিটাল সহ প্রাইভেট ইক্যুইটি সংস্থার সঙ্গে ১০ শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে কথা বলছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, টাটা কনজিউমার প্রোডাক্টস, যার সঙ্গে ব্রিটেনের চা কোম্পানি তিতলি-র মালিক এবং ভারতে স্টারবাকসের সঙ্গে একটি অংশীদারিত্ব রয়েছে, সেই সংস্থা হলদিরামের শেয়ারের দাম নিয়ে দরাদরি করছে বলে রয়টার্স সূত্রে খবর।

টাটা গোষ্ঠী ও হলদিরামের আলোচনায় সরাসরি জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, টাটা গোষ্ঠী হলদিরামের ৫১ শতাংশ শেয়ার কিনতে চায়। কিন্তু, তাদের মতে, হলদিরাম অতিরিক্ত দাম চাইছে। তবে হলদিরাম টাটার কাছে একটি বিশাল সুযোগ আনতে পারে বলে মনে করেন তিনি। ওই ব্যক্তি বলেন, টাটা কনজিউমারকে একটি চা কোম্পানি হিসাবে দেখা হয়। হলদিরামের গ্রাহকের বিশাল এবং বিস্তৃত মার্কেট শেয়ার রয়েছে।

তবে টাটা কনজিউমার প্রোডাক্টসের মুখপাত্র বলেন,”বাজারে ছড়ানো জল্পনার বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” আবার হলদিরামের চিফ এক্সিকিউটিভ কিষাণ কুমার চাউতানি এবং বেইনও এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

প্রসঙ্গত, পারিবারিকভাবে পরিচালিত হলদিরাম প্রতিষ্ঠা হয় ১৯৩৭ সালে। ১০ টাকা দামের ভুজিয়া, স্ন্যাকসের জন্য জনপ্রিয় ছিল এই দোকান। তারপর এই ছোট্ট দোকান থেকে মহীরূহ হয়ে ওঠে হলদিরাম। ইউরোমোনিটর ইন্টারন্যাশনালের সমীক্ষা অনুসারে, ভারতের সমগ্র স্ন্যাক্স মার্কেটের ৬.২ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ১৩ শতাংশ শেয়ার হলদিরামের। পেপসিরও প্রায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

ধীরে-ধীরে দেশ ছাড়িয়ে বিদেশেও শাখা বিস্তার করেছে হলদিরাম। সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও বিক্রি হয় হলদিরামের স্ন্যাকস। এই সংস্থার প্রায় ১৫০টি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে মিষ্টি এবং পশ্চিমি খাবার বিক্রি হয়।