TATA Motors, মারুতির ঘাম ছুটিয়ে শেয়ার বাজারে নামছে Hyundai, কবে থেকে কিনতে পারবেন IPO?

Stock Market: সম্প্রতি সিউলে হুন্ডাইয়ের সদর দফতরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন সংস্থার সিইও। তারপরেই যে তাঁর ভারত সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। চর্চা চলছে দাললা স্ট্রিটের অন্দরে।

TATA Motors, মারুতির ঘাম ছুটিয়ে শেয়ার বাজারে নামছে Hyundai, কবে থেকে কিনতে পারবেন IPO?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 02, 2024 | 1:20 PM

কলকাতা: ভারতের শেয়ার বাজারে পা রাখার পথে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল প্রস্তুতকারক হুন্ডাই মোটর কর্পোরেশন। সূত্রের খবর, মে বা জুনে বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে আবেদন করতে পারে Hyundai Motor India Limited. বর্তমানে বাজার শেয়ারের পরিপ্রেক্ষিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই ইন্ডিয়া। যার মার্কেট শেয়ার প্রায় ৩০ বিলিয়ন ডলার। সূত্রের খবর, বাজারে পা রেখে শুরুতেই ৩ বিলিয়ন ডলার তোলার লক্ষ্যমাত্রা রয়েছে এই সংস্থার। যদি আইপিও বাজারে আসে তাহলে সেটাই হবে ভারতের সবচেয়ে বড় আইপিও।

Hyundai এর গ্লোবাল CEO Jaehoon Chang এই মাসেই ভারত সফরে আসছেন বলে শোনা যাচ্ছে। এই সফরকালেই তিনি কোম্পানির আইপিও প্রক্রিয়া শুরু করারল বিষয়ে সবুজ সংকেত দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্ভবত কোম্পানিটি মে মাসে সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) এর কাছে ডিআরএইচপি (ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস) ফাইল করবে।   

সম্প্রতি সিউলে হুন্ডাইয়ের সদর দফতরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন সংস্থার সিইও। তারপরেই যে তাঁর ভারত সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ভারতে নতুন করে ব্যবসা সাজাতে চাইছে সংস্থাটি। তৈরি হচ্ছে নতুন টিম। শোনা যাচ্ছে আইপিও ইস্যু করার পর যে অর্থ উঠে আসবে তা কোম্পানির সম্প্রসারণের কাজে ব্যবহার হবে। জোর দেওয়া হবে ইলেকট্রিক যান, ব্যাটারি তৈরি। জোর দেওয়া হবে গবেষণার কাজেও।

২৭ বছর আগে ভারতে পা রেখেছিল হুন্ডাই। তাঁদের Tucson, Creta, Venue এবং Exter  এর চাহিদাও থাকে তুঙ্গে। হুন্ডাইয়ের একাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে বিস্তর চর্চা চলে অটোমোবাইল সেক্টরে। সূত্রের খবর, Hyundai ইন্ডিয়ার বর্তমানে ৮.২৫ লক্ষ ইউনিটের উৎপাদন ক্ষমতা রয়েছে। সেটিকেই ১০ লক্ষ ইউনিট পর্যন্ত বাড়ানোর লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। শুধুমাত্র বৈদ্যুতিক যানের জন্যই ২৬ হাজার কোটির বিনিয়োগ হচ্ছে।