Museum of temples in Ayodhya: কোটি টাকার জমি পেল ১ টাকায়, বড় প্রকল্প নিয়ে এবার অযোধ্যায় টাটা
Museum of temples in Ayodhya: সম্প্রতি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে টাটা সন্সের এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এর জন্য ৯০ বছরের লিজে, টাটা গোষ্ঠীকে প্রায় ২ একর জমি দিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। অযোধ্যায় এখন জমির দাম বেড়েছে বহুগুণে। তবে কোটি টাকার মূল্যের জমি দেওয়া হচ্ছে মাত্র ১ টাকায়।
অযোধ্যা: রাম মন্দির নির্মাণের পর থেকেই অযোধ্যায় বিনিয়োগ করতে চাইছে বড় বড় সংস্থা। পিছিয়ে নেই টাটা গোষ্ঠীও। বড় বিনিয়োগের থলি নিয়ে অযোধ্যায় আসতে চলেছে টাটা গোষ্ঠীর প্রধান ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি, টাটা সন্স। সূত্রের খবর, সব মিলিয়ে অযোধ্যায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা সন্স। এর মধ্যে রয়েছে ৬৫০ কোটি টাকা ব্যয়ে একটি জাদুঘর তৈরি করা। মন্দিরের জাদুঘর। ভারতের বিভিন্ন মন্দিরের কথা তুলে ধরা হবে এই জাদুঘরে। সম্প্রতি, এই মন্দিরের জাদুঘর তৈরির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রিসভা।
টাটার এই পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন, উত্তর প্রদেশের পর্যটন মন্ত্রী জয়বীর সিং। সম্প্রতি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে টাটা সন্সের এই মন্দিরের জাদুঘর তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকের পর জয়বীর সিং বলেন, “টাটা সন্স কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিল আমাদের। সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের অধীনে ৬৫০ কোটি টাকা ব্যয়ে এই জাদুঘরটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।”
তিনি জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মানের জাদুঘর তৈরি করতে চলেছে টাটারা। এর জন্য ৯০ বছরের লিজে, টাটা গোষ্ঠীকে প্রায় ২ একর জমি দিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। অযোধ্যায় এখন জমির দাম বেড়েছে বহুগুণে। সেই হিসেবে, জমিটির প্রকৃত মূল্য হওয়া উচিত প্রায় কোটি টাকা। কিন্তু, টাটাদের কাছ থেকে টোকেন মূল্যে হিসেবে মাত্র ১ টাকা নেবে উত্তর প্রদেশ সরকার। অযোধ্যার সদর মহকুমার, মাঞ্জা জামতারা গ্রামে তৈরি হবে এই জাদুঘর। মন্দিরের জাদুঘরটি তৈরির জন্য ৬৫০ কোটি টাকা ব্যয়ের পাশাপাশি, এর আশপাশের এলাকার পরিকাঠামোগত উন্নয়নে আরও ১০০ কোটি টাকা খরচ করবে টাটা সন্স। পরবর্তী সময়ে টাটা সন্সই এই জাদুঘরের দেখভাল করবে এবং তারাই এটি পরিচালনাও করবে।
প্রসঙ্গত, গত বছর থেকেই অযোধ্যায় একটি ‘মন্দিরের জাদুঘর’ তৈরি নিয়ে কথা চলছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই বিষয়ে একটি পরিকল্পনাও তুলে ধরেছিলেন যোগী আদিত্যনাথ এবং উত্তর প্রদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তারা। জানা গিয়েছিল, মন্দিরের জাদুঘর তৈরির ধারণাটি খুবই পছন্দ হয়েছিল প্রধানমন্ত্রীর। উত্তর প্রদেশ সরকারের কর্তারা জানিয়েছিলেন, এই জাদুঘরে দেশের বিখ্যাত বিখ্যাত মন্দিরের ইতিহাস ও স্থাপত্যের প্রদর্শনী থাকবে। এছাড়াও জাদুঘরটিতে একটি লাইট-এন্ড-সাউন্ড শো চালু করা হবে।