Flight Tickets: মাত্র ১৪৯৯ টাকায় বিমানের টিকিট! কারা দিচ্ছে এমন দুর্দান্ত অফার
Air Vistara: ভিস্তারার দাবি, তারা মাত্র ১৪৯৯ টাকাতেই দেশীয় বিমানের টিকিট দিচ্ছে। আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত আপনাকে টিকিট বুক করার সুযোগ দিচ্ছে ভিস্তারা। তবে এই বর্ষার সেল বেশিদিনের নয়।
নয়া দিল্লি: বর্ষার মরশুমে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? বিদেশ ভ্রমণের কথা ভাবছেন? তাহলে টাটা গোষ্ঠীর উড়ান সংস্থা ভিস্তারা দুর্দান্ত অফার নিয়ে এল আপনার জন্য। একদম জলের দরে বিদেশে যাওয়ার বিমান টিকিট দিচ্ছে ভিস্তারা। শুরু হয়ে গিয়েছে ভিস্তারার মনসুন সেল। তাই আপনার যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন ভিস্তারার এই অফারে। বিদেশ ভ্রমণে দুর্দান্ত ছাড় দিচ্ছে তারা। মাত্র ১২ হাজার টাকাতেই বিদেশ যাত্রার রাউন্ড ট্রিপের টিকিট পেয়ে যাবেন আপনি।
টাটা গোষ্ঠীর ভিস্তারা উড়ান সংস্থা বছরভর তাদের যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। দারুণ দারুণ সব অফার দিয়ে থাকে ভিস্তারা। আর এবার বর্ষার মরশুমে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় উড়ানের ক্ষেত্রেই অফারের ঝুলি নিয়ে হাজির টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা। ভিস্তারার দাবি, তারা মাত্র ১৪৯৯ টাকাতেই দেশীয় বিমানের টিকিট দিচ্ছে। আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত আপনাকে টিকিট বুক করার সুযোগ দিচ্ছে ভিস্তারা। তবে এই বর্ষার সেল বেশিদিনের নয়। ৪ জুলাই পর্যন্তই এই বিশেষ অফারের সুযোগ পাওয়া যাবে। তাই যদি আগামী বছরেও আপনার কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে, তাহলে ঝটপট টিকিট কেটে ফেলুন এই ক’দিনের মধ্যেই।
Enjoy discounted fares across our international destinations with the Monsoon Sale! Book your tickets by 04-July-2023 for travel till 23-March-2024. T&C apply. Click here: https://t.co/Gj87bfdjqe#MonsoonSale pic.twitter.com/cWSAN7Ytm7
— Vistara (@airvistara) July 1, 2023
ভিস্তারার এই মনসুন অফারের সুযোগ পেতে গেলে আপনি উড়ান সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে পারেন। কিংবা আইফোনের আইওএস কিংবা অ্যানড্রয়েড অ্যাপ থেকেও আপনি টিকিট কাটলে এই সুবিধা পাবেন। এছাড়া বিমানবন্দরে থাকা টিকিট অফিস, কল সেন্টার কিংবা কোনও অনলাইন এজেন্সি বা ট্রাভেল এজেন্টের থেকেও টিকিট কাটতে পারেন।