Diesel Car: ডিজেল গাড়ির জিএসটি বৃদ্ধির কোনও প্রস্তাব নেই: নিতিন গড়করির
GST on Diesel Cars: মঙ্গলবার (১২ সেপ্টেম্বর), সোশ্যাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাক্চারার্সের সম্মেলনে, ডিজেল-চালিত গাড়ির উপর জিএসটি ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন নিতিন গড়করি।
নয়া দিল্লি: দাম বাড়তে পারে ডিজেল-চালিত গাড়ির! মঙ্গলবার (১২ সেপ্টেম্বর), সকালেই এমন খবর দিয়েছিল রয়টার্স, পিটিআই-এর মতো সংবাদ সংস্থা। তারা জানিয়েছিল, সোশ্যাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাক্চারার্সের সম্মেলনে ডিজেল-চালিত গাড়ির দামের উপর জিএসটি ১০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। এই বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে তিনি এই প্রস্তাব দেবেন বলে জানা গিয়েছিল। এমনকী, এই খবরের প্রভাব পড়েছিল শেয়ার বাজারেও। তবে পরে, নীতিন গড়করি নিজেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করেছেন, ডিজেল-চালিত যানবাহনের উপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি আরোপ করার কোনও প্রস্তাব এখনও পর্যন্ত নেই।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট করে নিতিন গড়করি জানিয়েছেন, সরকার এমন কোনও প্রস্তাব বিবেচনা করছে না। ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণের পরিমাণ শূন্যও নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ভারত। মন্ত্রী জানিয়েছেন, সেই লক্ষ্য অর্জনে ডিজেলের মতো বিপজ্জনক জ্বালানির কারণে বায়ু দূষণের মাত্রা কমাতেই হবে। সেই প্রতিশ্রুতি রাখতে পরিষ্কার এবং সবুজ বিকল্প জ্বালানী গ্রহণ করা অপরিহার্য বলে জানিয়েছেন মন্ত্রী। এই বিকল্প জ্বালানিগুলি ভারতের জ্বালানি আমদানির পরিমাণ কমাবে। তিনি দেশীয় বিকল্প জ্বালানির পক্ষেও সওয়াল করেছেন। তবে, ডিজেলের ব্যবহার কমাতে সরকার ডিজেল চালিত গাড়ির দামে জিএসটি বৃদ্ধির কথা ভাবছে না।
There is an urgent need to clarify media reports suggesting an additional 10% GST on the sale of diesel vehicles. It is essential to clarify that there is no such proposal currently under active consideration by the government. In line with our commitments to achieve Carbon Net…
— Nitin Gadkari (@nitin_gadkari) September 12, 2023
এর আগে জানা গিয়েছিল, ডিজেল-চালিত গাড়ি থেকে সৃষ্টি হওয়া দূষণ নিয়ন্ত্রণে ‘দূষণ কর’ হিসেবে ডিজেল-চালিত গাড়ির উপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি আরোপ করতে পারে সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি দিতে চলেছেন নিতিন গড়করি। সেই চিঠির খসড়াও তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছিল। নয়া দিল্লিতে আয়োজিত ‘সোশাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ বা ‘সিয়ামে’র ৬৩তম সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে, গাড়ি প্রস্তুতকারকদের সামনে নিতিন গড়করি এই প্রস্তাব রেখেছিলেন বলে জানিয়েছিল রয়টার্স। এমনকি, ডিজেল-চালিত গাড়ির উৎপাদন ও ব্যবহার বন্ধ করার এটাই একমাত্র উপায় বলেও জানিয়েছেন তিনি, এমনটাই শোনা গিয়েছিল।
এর জেরে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং অশোক লেল্যান্ডের মতো ডিজেল-চালিত বড় গাড়ি তৈরির ভারতীয় সংস্থাগুলির শেয়ারের দর ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। নিতিন গড়করির স্পষ্টতা আসার পর, শেয়ারের দরে পরিবর্তন ঘটে কিনা, সেটাই দেখার।