TV Channel price: বাড়ছে টিভি সিরিয়াল থেকে খেলা দেখার খরচ, কত দিতে হবে কেবল-বিল?
TV Channel price hike: টিভি চ্যানেলের ভাড়া বাড়াতে চলেছে জি, সোনি-র মতো সম্প্রচারকারী সংস্থাগুলি। একেবারে একলাফে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াচ্ছে সংস্থাগুলি। স্বাভাবিকভাবেই গ্রাহকের টিভি দেখার মাসিক বিল বাড়বে। যা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের কাছে একটি বড় ধাক্কা।
নয়া দিল্লি: সিরিয়াল, সিনেমা থেকে খেলা দেখার খরচ বাড়ছে। টিভি চ্যানেলের ভাড়া বাড়াতে চলেছে জি, সোনি-র মতো সম্প্রচারকারী সংস্থাগুলি। একেবারে একলাফে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াচ্ছে সংস্থাগুলি। স্বাভাবিকভাবেই গ্রাহকের টিভি দেখার মাসিক বিল বাড়বে। যা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের কাছে একটি বড় ধাক্কা।
জানা গিয়েছে, নেটওয়ার্ক ১৮-এর ভায়াকম ১৮ ও ইন্ডিয়াকাস্ট তাদের চ্যানেলের দাম ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। জি নেটওয়ার্ক ৯-১০ শতাংশ দাম বৃদ্ধি করেছে। সোনি-র দাম বাড়ছে ১০-১১ শতাংশ। তবে ডিজনি স্টার এখনও তাদের দাম প্রকাশ করেননি। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই এই নতুন দাম ধার্য করা হবে বলে সম্প্রচারকারীরা জানিয়েছে। সবমিলিয়ে, গ্রাহকদের টিভি দেখার মাসিক খরচ ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ডিটিএইচ ও কেবল অপারেটাররা জানিয়েছেন।
চলতি বছরই দেশের লোকসভা নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন নেটওয়ার্ক সংস্থার দাম বৃদ্ধি নিয়ে নজরদারি করছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)। বলা যায়, গ্রাহকদের অসন্তোষ রোধ করতে ব্রডকাস্টার রেট কার্ডের উপর কড়া নজরদারি চালাচ্ছে ট্রাই। সম্প্রচারকারীদের তাদের চ্যানেলের জন্য প্যাকেজের তালিকা এবং প্যাকেজ ভিত্তিক দাম উভয়ই ঘোষণা করতে হবে বলে ট্রাই জানিয়েছে।
প্রসঙ্গত, অনলাইন প্ল্যাটফর্মের দৌলতে বর্তমানে কেবল চ্যানেলে গ্রাহকের সংখ্যা কমতে শুরু করেছে। এর উপর বিভিন্ন সম্প্রচারিত সংস্থা তাদের চ্যানেলের দাম বাড়ালে স্বাভাবিকভাবেই কেবলের প্যাকেজের দাম বাড়বে। ফলে কেবল ও ডিস টিভির গ্রাহক সংখ্যা আরও কমতে পারে।