Twitter: টুইটারে খবর পড়েন? এবার থেকে গ্যাঁটের খরচ করতেই হবে আপনাকে
Twitter News Service: আগামী মাস থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। শনিবারই টুইটারের মালিক ইলন মাস্ক ঘোষণা করেন যে টুইটারে খবর পড়তে এবার থেকে টাকা লাগবে।
সান ফ্রান্সিসকো: ফ্রি-র জমানা শেষ। টুইটার (Twitter) পরিষেবার জন্য এবার থেকে খরচ হতে চলেছে গ্যাঁটের কড়ি। গত এপ্রিল মাসে টুইটার সংস্থার মালিকানা বদল হওয়ার পরই ইলন মাস্ক (Elon Musk) একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন। এরমধ্যে অন্যতম যেমন কর্মী ছাঁটাই, তেমনই আবার টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের (Twitter Account Verification) জন্য খরচ করতে হবে টাকা। টুইটার ব্লু (Twitter Blue) পরিষেবার পর এবার খবর পড়ার জন্যও টাকা খরচ করতে হবে। আগামী মাস থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। শনিবারই টুইটারের মালিক ইলন মাস্ক ঘোষণা করেন যে টুইটারে খবর পড়তে এবার থেকে টাকা লাগবে। আগামী মাস থেকে টুইটারে খবরের প্রতিবেদন পড়ার জন্য মিডিয়া প্রকাশকরা টাকা নিতে পারবেন।
ইলন মাস্ক জানিয়েছেন, এবার থেকে টুইটারে কোনও খবর পড়তে গেলে প্রতিবেদন পিছু একটি নির্দিষ্ট অঙ্ক ফি বাবদ দিতে হবে। টুইটারের তরফে খবর পড়ার জন্য় একটি মাসিক সাবস্ক্রিপশন প্য়াকেজও আনা হবে। গ্রাহকদের জন্য এই সাবস্ক্রিপশন পরিষেবাই বেশি লাভজনক হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। প্রতি প্রতিবেদন পিছু ফি দেওয়ার তুলনায় যদি কোনও গ্রাহক সাবস্ক্রিপশন নেন, তবে তার খরচ তুলনামূলকভাবে কম পড়বে।
টুইটারের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরানোর পর এবার খবর পড়ার ক্ষেত্রেও সাবস্ক্রিপশন পরিষেবা আনার ঘোষণা করে সংস্থার তরফে বলা হয়, “আগামী মাস থেকে টুইটার প্ল্য়াটফর্ম মিডিয়া প্রকাশকরা গ্রাহকদের প্রতি প্রতিবেদনের ভিত্তিতে চার্জ নিতে পারবেন।”
ইলন মাস্ক জানান, যারা মাসিক সাবস্ক্রিপশনের জন্য় সাইন আপ করবেন না, তাদের প্রতিবেদন পিছু ফি দিতে হবে, যা মাসিক খরচের তুলনায় বেশি হবে। যারা কখনও সখনও খবর পড়তে চান, তারা মাসিক সাবস্ক্রিপশনের বদলে এই পরিষেবা গ্রহণ করতে পারেন। এতে সংবাদমাধ্যম ও জনগণ-উভয়েরই সুবিধা হবে।