Yes Bank: ৩০০ কোটির প্রতারণা মামলায় জামিন পেলেন ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কাপুর
Yes Bank: এর আগে রাণা কাপুর ২০২২ এর জানুয়ারি মাসেও জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেই সময় তার আবেদন ব্যাঙ্ক খারিজ করে দেয়। কোর্টের বক্তব্য ছিল যে রাণার বিরুদ্ধে থাকা অভিযোগ ভীষণই গুরুতর, ফেল তাকে জামিন দেওয়া যাবে না।
নয়া দিল্লি: ৩০০ কোটি টাকার প্রতারণা মামলায় জামিন পেলেন ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) প্রতিষ্ঠাতা রাণা কাপুর (Rana Kapoor)। বুধবার, স্পেশাল পিএমএলএ কোর্ট Special PMLA Court) তাঁকে জামিন দিয়েছে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেলের বাইরে আসতে পারবেন না রাণা। সিবিআই আর ইডি দ্বারা দায়ের করা অন্য মামলায় অভিযুক্ত থাকার কারণে আপাতত তলেজা জেলেই বন্দী থাকবেন তিনি। এই মামলাটি অয়স্টর বিল্ডওয়েল প্রাইভেট লিমিটেড দ্বারা নেওয়া ঋণ নেওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। ইয়েস ব্যাঙ্কের অবন্ত রিয়েলটি লিমিটেডের একজন অংশীদার এই অয়স্টর বিল্ডওয়েল প্রাইভেট লিমিটেড।
প্রসঙ্গত, ইডি, রাণা কাপুর, তাঁর স্ত্রী বিন্দু কাপুর এবং অবন্ত গ্রুপের প্রমোটার গৌতম থাপার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা দায়ের করা বিবিধ অপরাধের অভিযোগের ভিত্তিতে অর্থ তছরূপের মামলা দায়ের করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যাঙ্কের ৪৬৬.৫১ কোটি টাকার লোকসান হওয়ার অনুমান করছে।
ইডির কাছে প্রতিক্রিয়া চেয়েছিল কোর্ট
বুধবার সকালেই দিল্লি হাইকোর্ট ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন এমডি আর সিইও রাণা কাপুরের জামিনের আবেদন নিয়ে এনফোর্সমেন্ট ডায়রেক্টরের প্রতিক্রিয়া চেয়েছিল। রাণা কাপুরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অর্থ তছরূপ করেছেন যার ফলে ইয়েস ব্যাঙ্কের ৪৬৬.৫১ কোটি টাকার লোকসান হয়। জাস্টিস মনোজ কুমার ওহরি, রাণা কাপুরের জামিনের আবেদনের বিরুদ্ধে নোটিস জারি করে এই মামলায় শুনানি ১১ মার্চের জন্য পেছিয়ে দেন।
এর আগে রাণা কাপুর ২০২২ এর জানুয়ারি মাসেও জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেই সময় তার আবেদন ব্যাঙ্ক খারিজ করে দেয়। কোর্টের বক্তব্য ছিল যে রাণার বিরুদ্ধে থাকা অভিযোগ ভীষণই গুরুতর, ফেল তাকে জামিন দেওয়া যাবে না।
জানুয়ারিতে ১৫ জন পেয়েছিল জামিন
তবে জানুয়ারি মাসে কোর্ট অন্য ১৫ জন অভিযুক্তকে জামিন দিয়েছিল। ওই ১৫জন অভিযুক্তের মধ্যে ছিলেন বি হরিহরন, অভিষেক এস পাণ্ডে, রাজেন্দ্র কুমার মঙ্গল, রঘুবীর কুমার শর্মা, অনিল ভার্গব, তাপসী মহাজন, সুরেন্দ্র কুমার খণ্ডেলওয়াল, সোনু চাড্ডা, হর্ষ গুপ্তা, রমেশ শর্মা, পবন কুমার আগরওয়াল, অমিত মমতানি, আশিস আগরওয়াল, অমিত কুমার এবং বিনোদ বাহেতি।
আরও পড়ুন: Petrol Prices Today: বেশকিছু শহরে বদলালো পেট্রোল ডিজেলের দাম, জানুন আপনার শহরে জ্বালানি তেলের দর