Asha Worker Recruitment : মহিলাদের জন্য বড় সুযোগ! রাজ্যে ১০০-র বেশি পদে আশাকর্মী নিয়োগ হচ্ছে
Asha Worker Recruitment : মহিলাদের জন্য বড় সুযোগ। বসিরহাট সাব ডিভিশনে ১০০ এর বেশ শূন্যপদে আশা কর্মীর নিয়োগ চলছে। মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন।
আপনি কি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন! তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বড় সুযোগ। রাজ্য়ে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বসিরহাট সাবডিভিশন নিয়োগ কমিটি। এই নিয়োগে আগ্রহী প্রার্থীরা ১০ জুনের আগে আবেদন জানাতে পারেন। এই পদে নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ৩১ মে। যদি আপনি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তবে নিম্নে উল্লেখিত তথ্য আপনাকে সাহায্য করতে পারে।
মোট শূন্যপদ :
মোট ১৪৫টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
এর মধ্যে বাদুরিয়াতে ৮ জন, বসিরহাট-১-এ ৯ জন, বসিরহাট-২-তে ১৫ জন, হারোতে ১৫ জন, হাসনাবাদে ১০ জন, হিঙ্গলগঞ্জে ১ জন, মিনাখাঁয় ৪১ জন, সন্দেশখালি-১-এ ২১ জন, সন্দেশখালি-২-তে ৭ জন, স্বরূপনগরে ১৮ জন নিয়োগ করা হবে।
কর্মস্থল :
এই পদে নিয়োগ করলে সংশ্লিষ্ট কর্মীর কর্মস্থল হবে উত্তর ২৪ পরগনা। তবে এই পদে অনলাইনে আবেদন করা যাবে না। বসিরহাট সাবডিভিশন আশা নিয়োগ কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, অফলাইনেই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমা :
প্রার্থীর বয়সসীমা ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনমূল্য :
ইন্টারভিউতে বসার জন্য আবেদন করতে কোনও ফি দিতে হবে না আবেদনকারীকে।
আবেদনের শেষ তারিখ :
১০ জুন অবধি করা যাবে আবেদন।
উপযুক্ত ও যোগ্য প্রাথীরা নির্দিষ্ট আবেদনপত্রের (পিডিএফ ফাইলের লিঙ্কে ক্লিক করুন এখানে) সঙ্গে সব প্রাসঙ্গিক নথিপত্র ও শংসাপত্রের সই করা কপি সমেত পাঠাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিকের নম্বর অনুযায়ী যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এরপর তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ উত্তীর্ণ হলে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন