Asha Worker : রাজ্যে একাধিক জায়গায় আশা কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
Aasha Worker : রাজ্যে একাধিক জায়গায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। ২৯ অক্টোবর অবধি করা যাবে আবেদন।
পুজোর মধ্যেই রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ফের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতায় পঞ্চায়েত এলকার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
আশা কর্মী (AASHA Worker) পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ :
মোট ৩০ পদে আশা কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ১২ টি পাথর প্রতিমা ব্লকে এবং ১৮ টি ঠাকুরপুকুর ব্লকে রয়েছে।
নিয়োগস্থল :
দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ও ঠাকুরপুকুর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে করতে হবে।
অন্যান্য যোগ্যতা :
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এই পদে শুধুমাত্র বিবাহিতা বা বিধবা বা আইনগতভাবে বিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে গ্রেড-১ ও গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এই পদে আবেদনের জন্য।
বয়সসীমা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর সংরক্ষণের নিয়ম অনুযায়ী, তফসিলি জাতি বা উপজাতিদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীরা অফলাইনেই করতে পারেন আবেদন। আবেদন পত্রের প্রিন্ট নিয়ে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
কোথায় পাঠাবেন আবেদন পত্র?
To The Office of the Block Development Officer, ____ Dev. Block, at _____ P.O______ P.S ________ Dist- South 24 Parganas, Pin____________
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :
২৯ অক্টোবর অবধি আবেদনপত্র পাঠানো যাবে ।
পাথর প্রতিমা ব্লকের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন