কেন্দ্রীয় আবাস যোজনার সমীক্ষার কাজে রাজ্যে আশা কর্মীদের নিয়োগ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যে এই সময় আশা কর্মীদের চাহিদা বেড়েছে। আর এই সুযোগে রাজ্যে কর্মসংস্থান হবে একাধিক মহিলার। কারণে রাজ্যে ফের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোট ২১৮ টি আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে।
এই পদে আবেদন করার জন্য আশা কর্মীদের মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সামান্য ছাড় পাবেন।
আশা কর্মী পদে আবেদনের জন্য অন্যান্য বাধ্যবাধকতাও রয়েছে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আইনগতভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে এমন মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও প্রার্থীকে সেই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থাকতে হবে তাঁকে।
আগ্রহী প্রার্থীদের নিজের এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করা যাবে ২০২৩ সালের ২০ জানুয়ারি অবধি। বোলপুর সাব ডিভিশন, সিউড়ি সাব ডিভিশন ও রামপুরহাট সাব ডিভিশনের বিভিন্ন ব্লকের জন্য নিয়োগ করা হচ্ছে।