BARC Recruitment 2022: ভাবা রিসার্চে কর্মী নিয়োগ হবে, এই ভাবে আবেদন করুন, পান মোটা বেতন
টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা, অঙ্ক এবং কেমিস্ট্রি সহ পাশ করতে হবে।
কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থা ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেকনিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বার্কের সরকারি ওয়েবসাইট barc.gov.in থেকে এই পদে আবেদন করা যাবে। ১০ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২২ অবধি এই পদের জন্য আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৫০টি পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে মেডিক্যাল/সায়েন্টিফিক অফিসার পদে ১৫টি এবং টেকনিক্যাল অফিসার পদে ৩৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন ফি
টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা, অঙ্ক এবং কেমিস্ট্রি সহ পাশ করতে হবে। এই পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। পদগুলিতে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত ও মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে ইন্টারভিউ নেওয়া হতে পারে।
বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।