Central Bank of India Recruitment 2023: স্নাতক পাশদের জন্য চাকরির দারুণ সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এখনই আবেদন করুন

Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলি হল ফ্যাকাল্টি, কাউন্সিলর ও অফিস অ্যাসিস্টেন্ট। এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।

Central Bank of India Recruitment 2023: স্নাতক পাশদের জন্য চাকরির দারুণ সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এখনই আবেদন করুন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 8:45 AM

নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়ায় চলছে কর্মী নিয়োগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ফ্যাকাল্টি, কাউন্সিলর ও অফিস অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও লিখিত পরীক্ষা নয়, সরাসরি ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অফলাইনে আবেদন করতে পারেন।

সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলি হল ফ্যাকাল্টি, কাউন্সিলর ও অফিস অ্যাসিস্টেন্ট। এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। পরে কর্মীর পারফরম্য়ান্সের উপর ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

বেতন-

সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফেব  জানানো হয়েছে, ফ্যাকাল্টি পোস্টে নিয়োগের ক্ষেত্রে মাসিক বেতন ২০ হাজার টাকা হবে। কাউন্সিলর পদে মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। অফিস অ্যাসিস্টেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা-

ফ্য়াকাল্টি ও কাউন্সিলর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৬৫ বছর ধার্য করা হয়েছে। অন্যদিকে অফিস অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ বছর ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ-

ইতিমধ্য়ে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৫ জুনের মধ্য়ে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে।