Central Bank of India Recruitment: মাধ্যমিক পাশেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, আর দেরি না করে আবেদন করুন
Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সাফাইকর্মী হিসাবে প্রায় ৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০২৪।
নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে আপনার জন্য দারুণ খবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে মোট ৪৮৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সাফাইকর্মী হিসাবে প্রায় ৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০২৪।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণি বা সমকতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
এই শূন্যপদে আবেদন করার ন্যূনতম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ২৬ ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্তদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া-
লিখিত পরীক্ষা, আঞ্চলিক ভাষা পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।