NTPC Recruitment 2022: কেন্দ্রীয় সংস্থা NTPC-তে উচ্চ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদন করুন
NTPC: সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার (সেফটি) পদে কর্মী নিয়োগ করা হবে।
যে সব যুবক যুবতীরা একটি চাকরির সন্ধানে রয়েছেন। তাদের জন্য একটি বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার (সেফটি) পদে কর্মী নিয়োগ করা হবে। careers.ntpc.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ২৬ অগস্ট অবধি এই পদে আবেদন করা যাবে।
বয়সসীমা: ৩০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডব্লুউএস চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। মহিলা ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই careers.ntpc.co.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
এবার সেখানে Jobs ক্লিক করার পর apply-তে ক্লিক করতে হবে।
আবেদনপত্র পূরণ করে এবং ফি জমা দিতে হবে।
ফি জমা দেওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে। এবার আবেদনপত্রের প্রিন্ট আউট ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।