DDA Recruitment : কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, ৮ অগাস্ট অবধি করা যাবে আবেদন

DDA Recruitment : দিল্লি ডেভেলপমেন্ট অথারিটির অধীনে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। ২০২১ সালের গেট স্কোর থাকলেই করা যাবে আবেদন।

DDA Recruitment : কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, ৮ অগাস্ট অবধি করা যাবে আবেদন
প্রতীকী ছবি : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 9:00 AM

সকলেই চান যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়েই কাজ করতে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলে তা পূর্ণতা পেলে ভালই লাগে। কিন্তু বর্তমানে মন্দার বাজারে বি.টেক এম.টেক ডিগ্রি নিয়েও অন্য পেশায় কাজ করতে দেখা যায়। কিন্তু এবার ইঞ্জিনিয়ারদের নিজের পেশাতেই কাজ করার বড় সুযোগ গিয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

অ্যাসিসটেন্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer) পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগকারী সংস্থা :

দিল্লি ডেভেলপমেন্ট অথারিটি (Delhi Development Authority)

শূন্যপদ :

মোট ৮ টি পদে নিয়োগ করা হবে।

কর্মস্থল :

দিল্লি (Delhi)

শিক্ষাগত যোগ্যতা :

আগ্রহী প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি এই পদে আবেদনের জন্য ২০২১ সালের গেট স্কোরও লাগবে।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।

আবেদন মূল্য :

UR/OBC/EWS ক্যাটেগরির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১ হাজার টাকা করে দিতে হবে। সেখানে মহিলা প্রার্থী/SC/ST/PwBD ক্যাটেগরির প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না।

নির্বাচনের পদ্ধতি :

প্রথমে আবেদনপত্রগুলি যাচাই করা হবে। তারপর গেট স্কোর ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন