Kolkata Doordarshan Recruitment: কলকাতা দূরদর্শনে কাজের দারুণ সুযোগ, ৩১ মে-র মধ্যে করুন আবেদন

Kolkata Doordarshan Recruitment: কলকাতা দূরদর্শনে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কাজ দেওয়া হবে। ৩১ মে-র মধ্যে করতে হবে আবেদন।

Kolkata Doordarshan Recruitment: কলকাতা দূরদর্শনে কাজের দারুণ সুযোগ, ৩১ মে-র মধ্যে করুন আবেদন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 8:00 AM

অনেকেই বড় হয়ে দূরদর্শনে হওয়ার স্বপ্ন দেখে থাকে। তাদের এই স্বপ্ন পূরণ হতে বেশিদিন আর বাকি নেই। কারণ কলকাতা দূরদর্শনে ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা:

কলকাতা দূরদর্শন (Kolkata Doordarshan)

পদের নাম:

প্রোডাকশন অ্যাসিসট্যান্ট, বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার, রিসোর্স পার্সন, ভিডিয়ো অ্যাসিসট্যান্ট ও সেট অ্য়াসিসট্যান্ট

বেতন:

নিযুক্তদের মাসে সর্বোচ্চ ৭ টি অ্য়াসাইমেন্ট দেওয়া হবে। আর প্রতি বছরে ৮৪ টি অ্যাসাইমেন্টে সীমাবদ্ধ।

ভিডিয়ো অ্যাসিসট্যান্টদের অ্যাসাইমেন্ট প্রতি ৩ হাজার ৩০০ টাকা করে দেওয়া হবে।

প্রোডাকশন অ্য়াসিসটেন্টদের অ্যাসাইমেন্ট প্রতি ১ হাজার ৯৮০ টাকা করে দেওয়া হবে।

বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার, রিসোর্স পার্সন ও সেট অ্য়াসিসট্যান্টদের অ্যাসাইমেন্ট প্রতি ১৬৫০ টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার পদে আগ্রহী প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ২ বছরের বিউটিশিয়ান কোর্স করতে হবে। আর প্রফেশনাল ক্ষেত্রে ২ বছর কাজ করার অভিজ্ঞতা।

ভিডিয়ো অ্য়াসিসটেন্ট পদে আগ্রহী প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সিনেমাটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফিতে ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি পেতে হবে। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজ করার অভিজ্ঞতা।

সেট অ্য়াসিসট্যান্ট আগ্রহী প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। ভিডিয়ো প্রোডাকশন ক্ষেত্রে বা স্বনামধন্য থিয়েটার গ্রেপে ৫ বছর সেট ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রোডাকশন অ্যাসিসট্যান্ট, বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার, রিসোর্স পার্সন ও সেট অ্য়াসিসট্যান্ট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আর ভিডিয়ো অ্যাসিসট্যান্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা/ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রদত্ত আবেদনপত্র পূরণ করে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। বা ইমেলও করতে পারেন আবেদনকারীরা। আবেদনপত্র পাঠানোর জন্য ইমেল আইডি- hiring.ddbangla@gmail.com

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, Golf Green, Kolkata-700095

আবেদনের শেষ তারিখ:

৩১ মে বিকেল ৫ টা অবধি করা যাবে আবেদন।

এই বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন