DGQA Recruitment 2022: ৫৭ হাজার টাকা বেতন, দশম শ্রেণি পাশ করলেই মিলবে সরকারি চাকরি, আবেদনের পদ্ধতি জেনে নিন

DGQA Recruitment 2022: গত ৪ জুন এই শূন্য়পদগুলিতে নিয়োগের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জুন অবধি আবেদন করা যাবে। রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে।

DGQA Recruitment 2022: ৫৭ হাজার টাকা বেতন, দশম শ্রেণি পাশ করলেই মিলবে সরকারি চাকরি, আবেদনের পদ্ধতি জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 7:30 AM

নয়া দিল্লি:  মন্দার বাজারে কোনও চাকরিরই গ্য়ারান্টি নেই। ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অনেকেই তাই ভরসা করেন সরকারি চাকরির উপরেই। একদিকে যেমন চাকরির সুনিশ্চয়তা, পাশাপাশি অবসর জীবন স্বাচ্ছন্দ্যে কাটানোর মতো আর্থিক সঙ্গতিও তৈরি করে দেয় সরকারি চাকরি। সেই কারণেই কর্মক্ষেত্রে সকলেরই প্রথম পছন্দ সরকারি চাকরি। তবে অনেকেই ভাবেন যে সরকারি চাকরির জন্য বিশাল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। তা কিন্তু নয়। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেও পাওয়া যায় সরকারি চাকরি। এবার সেই সুযোগ দিচ্ছে ডিপার্টমেন্ট অব ডিফেন্স প্রোডাকশন (Department of Defence Production)। প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) অধীনে চিফ কোয়ালিটি অ্যাসুয়েরেন্স (নাভাল)-র তরফে গ্রুপ সি, নন-গেজেটেড, মাল্টি-টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিন-

গত ৪ জুন এই শূন্য়পদগুলিতে নিয়োগের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জুন অবধি আবেদন করা যাবে। রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। শূন্যপদগুলিতে নিয়োগের জন্য যাদের বাছাই করা হবে, তাদের দুই বছরের জন্য প্রবেশন পিরিয়ডে রাখা হবে। দেশের যেকোনও প্রান্তে তাদের নিয়োগ করা হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীরা www.dgqadefence.gov.in/recruitment- এই লিঙ্কে ক্লিক করতে পারেন।

কোন শূন্য়পদে নিয়োগ-

মাল্টি টাস্কিং স্টাফ।

বেতন-

এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৫৬,৯০০ টাকা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদনকারীদের অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের অফলাইনেই আবেদন পাঠাতে হবে। এর জন্য সংস্থার তরফে যে ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে, সেই অনুযায়ী যাবতীয় নথি নিয়ে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে আবেদন করতে হবে।