HCL Recruitment 2023: দ্বাদশ শ্রেণি পাশ করলেই চাকরির সুযোগ, হিন্দুস্তান কপার লিমিটেডের শূন্যপদে এইভাবে করুন আবেদন
HCL Recruitment 2023: বাছাই করা প্রার্থীদের তালিকা আগামী ১৯ অগস্ট প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১ থেকে ৩ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
নয়া দিল্লি: নতুন চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য় রয়েছে ভাল খবর। হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। দ্বাদশ শ্রেণি পাশ করলেই এই শূন্যপদে করা যাবে আবেদন। আগ্রহী আবেদনকারীরা এইচসিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ১৮৪টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসাবে কর্মী নিয়োগ করা হবে। গত ৬ জুলাই থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৫ অগস্ট অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
বাছাই করা প্রার্থীদের তালিকা আগামী ১৯ অগস্ট প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১ থেকে ৩ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মেট (মাইন) ও ব্লাস্টার (মাইন) ট্রেডের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অন্য ট্রেডের ক্ষেত্রে আবেদনকারীদের দশম শ্রেণি পাশ হলেই চলবে। এছাড়া আবেদনকারীদের আইটিআই সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে জনজাতি, উপজাতি আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বাধিক ৫ বছর অবধি ছাড় দেওয়া হয়েছে সরকারি নিয়ম মেনে। ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর ছাড় দেওয়া হয়েছে বয়সসীমায়।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে হিন্দুস্তান কপার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.apprenticeship.gov.in -এ ক্লিক করতে হবে।
এবার হোমপেজে গিয়ে এসটাবলিসমেন্ট সার্চ অপশনে ক্লিক করতে হবে।
এবার অ্যাপ্লিকেশন ফর্মে ব্যক্তিগত যাবতীয় তথ্য পূরণ করুন।
এরপরে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পাঠানো হয়ে যাবে।