IDBI Recruitment 2023: ব্যাঙ্কের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার পদে একাধিক নিয়োগ, স্নাতক উত্তীর্ণরা শীঘ্রই আবেদন করুন
Bank exam: জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ৬০০টি পদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক। নির্বাচিত প্রার্থীদের ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কোর্স (PGDBF) করানো হবে। সফলভাবে কোর্স সম্পন্ন হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত করা হবে
নয়া দিল্লি: স্নাতক পাশ করে যাঁরা সরকারি চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য সুখবর। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ৬০০টি পদে নিয়োগ করবে। আজ, ৩০ সেপ্টেম্বরই এই শূন্যপদে আবেদন করার শেষ সময়। পরীক্ষাটি হতেও খুব দেরি নেই। আগামী ১০ অক্টোবর পরীক্ষা। তাই আর দেরি না করে স্নাতক উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-দেখুন।করতে পারেন।
শূন্যপদের বিবরণ
IDBI ব্যাঙ্কের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ৬০০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ২৪৩টি, OBC-এর জন্য ১৬২টি পদ, EWS-এর জন্য ৬০টি পদ, SC-এর জন্য ৯০টি, ST-এর জন্য ৪৫টি পদ রয়েছে।
বয়স
IDBI ব্যাঙ্কে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সে ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। এছাড়া SC এবং ST ক্যাটেগরির প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগ থেকে আসা প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC ST এবং প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি দেওয়া যাবে।
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কর্মী বাছাই করবে আইডিবিআই ব্যাঙ্ক। অনলাইনে ২ ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেটিও ১০০ নম্বরের হবে। নির্বাচিত প্রার্থীদের ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কোর্স (PGDBF) করানো হবে। সফলভাবে কোর্স সম্পন্ন হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত করা হবে