Indian Army Recruitment 2023: ভারতীয় সেনাবাহিনীর টেকনিক্যাল পদে নিয়োগ হবে, জানুন বিস্তারিত

Indian army: ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের (TGC) জন্য নিয়োগ করবে। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA)-তে কোর্সটি আগামী বছর, জুলাইয়ে শুরু হবে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেবল অবিবাহিত পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে।

Indian Army Recruitment 2023: ভারতীয় সেনাবাহিনীর টেকনিক্যাল পদে নিয়োগ হবে, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 1:31 AM

নয়া দিল্লি: স্নাতক পাশে নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। মূলত, টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের (TGC) জন্য নিয়োগ করা হবে। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA)-তে কোর্সটি আগামী বছর, জুলাইয়ে শুরু হবে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেবল অবিবাহিত পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর, ২০২৩।

শূন্যপদের সংখ্যা

টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ৩০টি পদে নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও মিসলেনিয়াস ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।

বয়স

টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া

মেধার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে শর্টলিস্টেড করা হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আরও বিস্তারিত জানতে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in দেখুন।